শনিবার, ১৭ মার্চ, ২০১৮, ০৮:০১:৩৭

এবার টাইগারদের নিয়ে ক্ষোভ প্রকাশ করে যা বললেন জয়সুরিয়া

এবার টাইগারদের নিয়ে ক্ষোভ প্রকাশ করে যা বললেন জয়সুরিয়া

স্পোর্টস ডেস্ক: অনেক অঘটনের জন্ম দিয়েছে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচ। অঘোষিত ‘সেমি ফাইনালের’ ম্যাচে জন্ম নেওয়া ঘটনা ম্যাচের উত্তেজনা ফাইনালকেও ছাড়িয়ে দিয়েছে। শ্বাসরুদ্ধকর ম্যাচে মাহমুদউল্লাহর ছক্কা শেষ মুহূর্তে বাংলাদেশের বিজয় নিশ্চিত করেছে অবিশ্বাস্যভাবে।

তবে এই উত্তেজনায় ভরা ম্যাচের পরিস্থিতি খারাপ হয়ে যায় যখন আম্পায়ারের ভুল সিদ্ধান্তকে কেন্দ্র করে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ম্যাচ অসমাপ্ত রেখে দুই ব্যাটসম্যানকে ক্রিজ ছেড়ে উঠে আসতে বলেন। দ্বিতীয় বাউন্সারের পরও কেন নো বল ডাকা হলো না- এই ইস্যুকে কেন্দ্র করে আম্পায়ারের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন টাইগার টিম সদস্যরা। কিছুক্ষণের বাগ-বিতন্ডার পর খেলা আবার শুরু হয়।

এক চার ও ছক্কার মাধ্যমে দলের জয় নিশ্চিত করেন মাহমুদউল্লাহ। জয়ের পরই টাইগার শিবির ‘নাগিন ড্যান্সের’ মাধ্যমে মাঠেই বিজয় উৎযাপন শুরু করে। করমর্দনের মাধ্যমে সব আনুষ্ঠানিকতা ভালোভাবে শেষ হওয়ার কথা থাকলেও শেষ হয়নি। বাংলাদেশের নুরুল হাসান সোহান ও শ্রীলঙ্কান কুশাল মেন্ডিজ বাকযুদ্ধে জড়িয়ে পড়েন। তামিম ইকবাল যদিও সফলভাবে বিবাদ মিটিয়ে ফেলেন।

এখানেই শেষ নয়। ম্যাচের পর বাংলাদেশের ড্রেসিং রুমের কাঁচের দরজা ভেঙ্গে যাওয়ার খবর চাউর হয় মিডিয়ায়। বাংলাদেশের কোনো ক্রিকেটার ম্যাচের পর স্বাগতিকদের বিপক্ষে বিজয় উল্লাস করতে গিয়ে কাঁচ ভেঙ্গে ফেলেন বলে ধারনা করা হয়।

ম্যাচে এতো সব ঘটনার কারণে লঙ্কান সাবেক অধিনায়ক সনাৎ জয়সুরিয়া বাংলাদেশের এই আচরণকে ‘থার্ড ক্লাস’ আচরণ হিসেবে অভিহিত করে ক্ষোভ প্রকাশ করেছেন। সাবেক এই সফল ব্যাটসম্যান এক টুইট বার্তায় ভাঙ্গা গ্লাসের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে উত্তপ্ত ম্যাচের পর উৎসব করতে গিয়ে বাংলাদেশের ড্রেসিংরুমের গ্লাস ভেঙ্গেছে। তৃতীয় শ্রেণির আচরণ।’ অবশ্য সাবেক এই তারকার টুইটের বিপক্ষে- পক্ষে বলার আগেই কিছুক্ষণ পরেই তিনি টুইটটি সরিয়ে ফেলেন।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে