শনিবার, ১৭ মার্চ, ২০১৮, ০৮:০৩:৫১

‘মুশফিক তোমরা দুই 'ভায়রা ভাই' সত্যিকারের দেশ প্রেমিক ক্রিকেট হিরো’

‘মুশফিক তোমরা দুই 'ভায়রা ভাই' সত্যিকারের দেশ প্রেমিক ক্রিকেট হিরো’

স্পোর্টস ডেস্ক: জিতলে ফাইনাল আর হারলেই বিদায়, এমন সমীকরণের ম্যাচে শেষ ৬ বলে বাংলাদেশের প্রয়োজন ছিল ১২ রান। শেষ আশার প্রদীপ মাহমুদউল্লাহ রিয়াদ তখন নন-স্ট্রাইকে। ২০তম ওভারের প্রথম ২ বলে রান নিতে ব্যর্থ হন মুস্তাফিজুর রহমান। চাপে থেকে রান বের করতে গিয়ে রান-আউটের ফাঁদে পড়েন তিনি।

এরমধ্যে প্রথম দুটো বলই বাউন্সার দেওয়ার পর নো-বলের আবেদন করে বাংলাদেশের ক্রিকেটাররা। যা নিয়ে বেশ কিছুক্ষণ যাবত চলে তর্ক-বিতর্ক। এই সব বিষয়কে ছাপিয়ে সিংহের মুখ থেকে জয় ছিনিয়ে আনলো টাইগাররা।

মুশফিকুর এদিকে এই অবিস্মরণীয় জয়ের সস্ত্বিতে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে ছবি পোস্ট করেছেন ইতিহাস গড়া মুশফিক। ছবিটি পোস্ট করার সাথে সাথে কমেন্টের বন্যা যায়। একভক্ত লিখেছেন, ‘মুশফিক তোমরা দুই 'ভায়রা ভাই' সত্যিকারের দেশ প্রেমিক ক্রিকেট হিরো ,জাতি তোমাদের চিরদিন মনে রাখবে তোমরাই পারবে কাল ভারতকে হারাতে best wishes for tomorrow.’

আরেকভক্ত লিখেছেন, ‘ভাই তোমরা যে যা ই বলো না কেনো, আমার কাছে সুজন কাকার নাগিন ডান্সটা মাহমুদউল্লার ৪৩ রানের ইনিংস এর থেকেও ভালো লাগছে!’

আরেক ভক্ত লিখেছেন, ‘আজকের দিনটা আপনারা রিল্যাক্স করেন। কালকে থেকে ফাইনালের মিশন শুরু করেন। আরেকভক্ত লিখেছেন, ‘গতকাল জিতেছেন অনেক ভালো লাগছে, আগামীকাল যে ফাইনাল খেলা আছে, আমরা সবাইর একটা চাও জিতবেন, সবাইর আশা পূর্ন করবেন, আল্লাহ্ যেনো আমরা সকলের আশা পূরণ করেন, আমিন।’
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে