শনিবার, ১৭ মার্চ, ২০১৮, ০৮:১০:২৬

ফাইনালে ভারতের যে চারজনকে নিয়ে ভাবছে মাশরাফি!

ফাইনালে ভারতের যে চারজনকে নিয়ে ভাবছে মাশরাফি!

স্পোর্টস ডেস্ক: নিদাহাস ট্রফির ৬ষ্ঠ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শ্বাসরুদ্ধকর এক জয় পায় বাংলাদেশ। আর এই জয়ে নিদাহাস ট্রফির ফাইনাল নিশ্চিত করে টাইগাররা। আগামীকাল ১৮ই মার্চ ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। নিদাহাস ট্রফিতে দুইবারের মুখোমুখিতে ভারতের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। আর তাই এবার ফাইনালে কাজটা বেশ চ্যালেঞ্জিং হবে বাংলাদেশের জন্য।

সেই সঙ্গে ফাইনালে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ানকে নিয়ে ভাবছে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মর্তুজা। তাদের উইকেট শুরুতে পেলে জয়টা বাংলাদেশের হবে বলেই মনে করছেন মাশরাফি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান, এই দুইটা উইকেট যদি আমরা শুরুতে নিতে পারি তাহলে ম্যাচটা আমাদের হাতে থাকবে। ওরা সত্যিকার আন্তর্জাতিক খেলোয়াড়। এই দুইজন নিয়মিত টি-টুয়েন্টি খেলে। ওদের দুইজনকে আউট করা খুবই গুরুত্বপূর্ণ।’

অন্যদিকে বোলারদের মধ্যে যুজবেন্দ্র চাহাল ও ওয়াশিংটন সুন্দরকে মূল প্রতিপক্ষ মানছেন মাশরাফি। তিনি বলেন, ‘ওখানে কোচ আছেন, অধিনায়ক আছে, সবাই মিলে একটা পরিকল্পনা করবে। তারাই জানেন ভালো কি করবে। তবে রোহিত ও ধাওয়ানের পাশাপাশি চাহাল এবং ওয়াশিংটনকে ঠিকভাবে খেলাটাও বড় ভূমিকা রাখবে। এই চারজন খেলোয়াড়ের জন্য পরিকল্পনাটা ভালোভাবে করলে আমাদের পক্ষে ম্যাচটা আসতে পারে।’
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে