শনিবার, ১৭ মার্চ, ২০১৮, ০৯:২৯:১৫

আগে নিজে গোল করার চেষ্টা করতাম: মেসি

আগে নিজে গোল করার চেষ্টা করতাম: মেসি

স্পোর্টস ডেস্ক: স্বার্থপর। একথাটির সঙ্গে কিছুদিন আগে পরিচিত হয়েছিলেন ব্রাজিলের রাজপুত্র নেইমার। কিন্তু এমন শব্দের সঙ্গে একেবারেই বেমানান আর্জেন্টিনার অধিনায়ক ক্ষুদে জাদুকর লিওনেল মেসি। ফুটবলের বর্ণাঢ্য ক্যারিয়ারে এখন পর্যন্ত শুনতে হয়নি একথা।

তবে সাম্প্রতিক সময়ে অন্য একটা আলোচনা শুরু হয়েছে গেছে। মেসি মাঠে আগের মতো দৌড়ান না। বল নিয়ে তেড়েফুড়ে যান না। বল নিয়ে আগের মতো তেড়েফুড়ে না যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন বটে। তবে মাঠে আগের মতো দৌড়ান না, এই অভিযোগ উড়িয়েই দিলেন মেসি। মেসি বলেন, তিনি এখনো আগের মতোই দৌড়ান। তবে খেলার ধরণ পাল্টে ফেলায় তার সেই দৌড় সেভাবে চোখে পড়ে না।

পাশাপাশি দাবি করেছেন, তিনি এখন আগের চেয়েও অনেক বেশি টিম-খেলোয়াড়। আগে বল পেলেই চিন্তা করতেন গোল করার। বল ধরেই তাই প্রতিপক্ষের রক্ষণ তেড়েফুড়ে ছুটতেন গোলমুখে। কিন্তু এখন নিজের খেলার ধরণ, পজিশন, দলে নিজের ভূমিকা পাল্টে ফেলেছেন।

সামনেই আন্তর্জাতিক বিরতি। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মেসি খেলতে যাচ্ছেন দুটি প্রীতি ম্যাচ। ক্লাব বার্সার কথা ভুলে মেসির ভাবনায় এখন ইতালি ও স্পেনের বিপক্ষে সেই দুটি প্রীতি ম্যাচ। বিশ্বকাপ যেহেতু সামনেই, বিশ্ব গণমাধ্যম কর্মীরাও এই সুযোগে বিশ্বের তারকা খেলোয়াড়দের পাকড়াও করেছেন বিশেষ নিউজ করার আশায়। নামীদামী ফুটবলারদের ধরে সাক্ষাৎকার সংগ্রহে ব্যস্ত।

মেসিকে যেমন ধরেছিল আমেরিকা টিভি। ক্লাব, জাতীয় দল, ক্যারিয়ার, বিশ্বকাপ নিয়ে ভাবনা-কথা বলেছেন নানা বিষয়ে। আদায় করে নিয়েছেন মেসির মনের কথা। দীর্ঘ সেই সাক্ষাৎকারে মেসি কি কি বলেছেন, সেসব জানতে অপেক্ষাই করতে হবে।

মেসি বলেন, আগে আমি বল পেলে নিজে গোল করার চেষ্টা করতাম। এখন আমি দলের জন্য বেশি খেলি। নিজে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করাই। সব বল থেকেই এখন আর নিজে গোল করার চেষ্টা করি না।

তিনি যোগ করেন, বলতে গেলে আমি স্বার্থপর নই। বিভিন্ন পজিশন থেকে আমি খেলা তৈরির চেষ্টা করি। আগের মতোই দৌড়াই। তবে একটু আলাদা অ্যাঙ্গেলে। যাতে দল উপকৃত হয়।

গেলো পাঁচ ম্যাচে সাত গোল করেছেন মেসি। এর মধ্যে রয়েছে বুধবার রাতে চেলসির বিপক্ষে দর্শনীয় জোড়া গোল। ওই ম্যাচে ওসমানে ডেম্বেলেকে দিয়ে এক গোল করান তিনি।

ওয়ান্ডার ম্যানের বীরোচিত নৈপুণ্যে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে স্প্যানিশ জায়ান্টরা।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে