রবিবার, ১৮ মার্চ, ২০১৮, ০১:২৭:৪৪

ভারত-বাংলাদেশ ফাইনাল নিয়ে যা লিখলো শ্রীলঙ্কান পত্রিকা

ভারত-বাংলাদেশ ফাইনাল নিয়ে যা লিখলো শ্রীলঙ্কান পত্রিকা

স্পোর্টস ডেস্ক : নিদাহাস ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচ নিয়ে শ্রীলঙ্কার ইংরেজী দ্য আইল্যান্ড পত্রিকা পরাজয়ের জন্য স্বাগতিকদের ভুল হিসাবকে দায়ী করেছে। আর সেই সাথে মাহমুদল্লার বিরোচিত ইনিংসকে দিয়েছে জয় ছিনিয়ে নেয়ার কৃতিত্ব।

ম্যাচের শেষ ওভারে সাকিব আল হাসানের প্রতিবাদী আচরণকে পত্রিকাটি বলেছেন ’উদ্বেগজনক’। সেই সাথে ভারত-বাংলাদেশ ফাইনাল ম্যাচটি উত্তেজনাপূর্ণ হবে বলেও আশাবাদী পত্রিকাটি।

দ্য আইল্যান্ড লিখেছে : ‘শ্রীলঙ্কার এই ম্যাচ জেতা উচিত ছিলো, বিশেষ করে যখন শেষ চার বলে ১২ রান প্রয়োজন ছিলো ; তবে মাহমুদুল্লাহ ছিলেন সেরা ফর্মে। ১৮ বলে করেছেন অপরাজিত ৪৩ রান ‘

পত্রিকাটি রিপোর্টের শেষ দিকে লিখেছে ‘মাহমুদুল্লার ম্যাচ জেতানো ছক্কাটি ছিলো লঙ্কান দর্শকদের জন্য বড় আঘাত। স্টেডিয়ামে নেমে আসে পিনপতন নিরবতা, ৩৫ হাজার দর্শক বাড়ি ফিরেছেন হতাশা নিয়ে। আর ২৫ মিলিয়ন শ্রীলঙ্কান রাতে ঘুমাতে গেছে এই ম্যাচকে একটি দুঃস্বপ্ন ভেবে।’

এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে