রবিবার, ১৮ মার্চ, ২০১৮, ০৮:৫৮:৫৩

প্রেমাদাসায় ড্রেসিং রুমের দরজা বাংলাদেশী ক্রিকেটাররা ভাঙেনি, তাহলে ভাঙলো কে?

প্রেমাদাসায় ড্রেসিং রুমের দরজা বাংলাদেশী ক্রিকেটাররা ভাঙেনি, তাহলে ভাঙলো কে?

স্পোর্টস ডেস্ক : কোনও কিছু আর বাদ থাকলো না আর প্রেমাদাসা স্টেডিয়ামের অঘোষিত সেমিফাইনালে। টিভি পর্দায় মাঠের ভেতরকার উত্তেজনার সাক্ষী তো হয়েছেন ক্রিকেট-ভক্তরা, কিন্তু মাঠের বাইরেরটার?

নাটকীয়ভাবে জয় পাওয়া বাংলাদেশ দলের ড্রেসিং রুমের দরজার কাচ ভাঙা অবস্থায় পাওয়া গেছে। এ নিয়ে তৈরি হয়েছে ধন্দ- কে ভাঙলো দরজার কাচ? প্রাথমিকভাবে জানা গেছে ড্রেসিং রুমের মধ্যে থাকা কোনও বাংলাদেশি খেলোয়াড় ভেঙেছেন দরজার কাচ।

বাইরের দিকে মুখ করে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়েছে বাংলাদেশ দলের বেশ কয়েকজন খেলোয়াড় দৌড়ে বেরিয়ে যাচ্ছেন ড্রেসিং রুম থেকে। ধারণা করা হচ্ছে ওই মুহূর্তেই ভেঙেছে দরজার কাচ। তবে বাংলাদেশের খেলোয়াড়রা যে ইচ্ছা করে দরজা ভাঙেননি, সেটা অবশ্য ওঠে এসেছে প্রাথমিক অনুসন্ধানে।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’র খবর, ম্যাচ রেফারি ক্রিস ব্রড সিসি ক্যামেরার ফুটেজ দেখেছেন। ক্যাটারিং স্টাফদের অনেকেই কথা বলেছেন তার সঙ্গে এবং তারা জানিয়েছেন কোন খেলোয়াড়রা আসলে এই ঘটনার জন্য দায়ী।

যদিও ক্রিস ব্রড তাদের ওই বক্তব্যকে আমলে নিচ্ছেন না। বাইরের দিকের ফুটেজ দেখে সিদ্ধান্ত নেবেন তিনি। যদিও বলা হচ্ছে, ঘটনা যাই হোক না কেন, বাংলাদেশ দলকে এর জন্য ক্ষতিপূরণ দিতে হবে। ক্রিকইনফো
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে