রবিবার, ১৮ মার্চ, ২০১৮, ০৯:৫৬:৪৪

বাংলাদেশের বিপক্ষে একটি কারণে দুশ্চিন্তায় ভারত!

বাংলাদেশের বিপক্ষে একটি কারণে দুশ্চিন্তায় ভারত!

স্পোর্টস ডেস্ক: রবিবার নিদাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ভারত। বাংলাদেশের বিপক্ষে একটি কারণে দুশ্চিন্তায় ভারত! আর সেটি হল, টাইগারদের বিপক্ষে মাঠে নামার আগে দলের ফিল্ডিং নিয়ে চিন্তিত ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিক বাংলাদেশের বিপক্ষে আগের ম্যাচের উদাহরণ দিয়ে বলেছেন তারা স্বাভাবিক ফিল্ডিংটা করতে পারেনি তার দল।

দীনেশ কার্তিকের ভাষ্যমতে, "যখন ঘরের দল খেলছে না তখন ক্রাউড কম হবে এবং প্রেরণা কম থাকবে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আমরা বাজে ফিল্ডিং করেছি। আমরা পাঁচটির মতো ক্যাচ মিস করেছি। আমরা ফিল্ডিংয়ে স্বাভাবিক ভারতীয় দলের মতো খেলতে পারিনি।"

আগামী ম্যাচে ফিল্ডিংয়ে নিজেদের শতভাগ দিতে প্রস্তুত ভারতীয়রা। বাজে ফিল্ডিংয়ের জন্য কোনো কিছুকেই অজুহাত হিসেবে দাঁড় করাতে নারাজ তারা। মাঠে পা দেয়ার পর ভালো ফিল্ডিংয়ের জন্য নিজেদের সর্বোচ্চটা দিবে ভারতীয়রা।

এই প্রসঙ্গে কার্তিক বলেন, "আমাদের ফিল্ডিং কোচ আমাদের সোজাসাপ্টা বলেছেন এবং নির্দেশনা দিয়েছেন যে ক্রাউড হোক অথবা না হোক, আউটফিল্ড ভালো থাকুক অথবা না থাকুক আমাদের ভালো করতে হবে। আমরা নির্দিষ্ট একটি বেঞ্চমার্ক তৈরি করেছি আমাদের জন্য। মাঠে পা দেয়ার পর প্রতিটি ধাপে আমরা সেই বেঞ্চমার্ককে লক্ষ্য করে আগাবো।"

এদিকে, নিদাহাস ট্রফিতে একমাত্র ভারতই আগে ব্যাট করে একটি ম্যাচে জয় পেয়েছে। তবে, রান তাড়া করে জয়কে খুব বেশি সহজও ভাবছে না ভারতীয়রা। দীনেশ কার্তিক আশা প্রকাশ করেছেন ফাইনালে একটি উপভোগ্য ম্যাচ হবে বলে।

কার্তিক জানিয়েছেন, "চেজ করা এতোটা সহজ নয়। আমি উইকেট সম্বন্ধে খুব বেশি জানিনা। যদি ডিউ থাকে তবে পরে ব্যাট করা দলের জন্য তা সহজ হবে। যদি এখানে ডিউ না থাকে তাহলেও ভালো উপভোগ্য একটি খেলা হবে। যারা ভালো বোলিং করবে তাদেরই ফাইনালে জেতার সম্ভাবনা বেশি।"
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে