রবিবার, ১৮ মার্চ, ২০১৮, ১০:৫০:৫৬

‘ভালো তো চলে এসো শ্রীলঙ্কায়, এরপর যা হলো, সবই তো ইতিহাস’

‘ভালো তো চলে এসো শ্রীলঙ্কায়, এরপর যা হলো, সবই তো ইতিহাস’

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান দলের সঙ্গে এখন শ্রীলঙ্কায় আছেন। শ্রীলঙ্কা থেকেই ফোন করেছিলেন টি-২০ অধিনায়ক সাকিব আল হাসানকে। উদ্দেশ্য চোটগ্রস্ত আঙুলের একটু খোঁজখবর নেওয়া।

সকিবকে জিজ্ঞেস করলেন, কেমন আছ? আঙুলের কী অবস্থা? বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক ‘ভালো’ বলতেই বিসিবি সভাপতির কথা, ‘ভালো তো চলে এসো শ্রীলঙ্কায়।’

সভাপতির আহ্বান শুনে আর বসে থাকতে পারলেন না বিশ্বসেরা অলরাউন্ডার, সোজা টিকিট কেটে শ্রীলঙ্কা। মাত্র এক দিনের অনুশীলন পুঁজি করে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে সাকিব খেললেন, এরপর যা যা হলো, সবই তো ইতিহাস।

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে সাকিব, ‘পুরো ব্যাপারটাকে রোলার কোস্টার বলতে পারেন। থাইল্যান্ডে গেলাম, শ্রীলঙ্কায় এলাম, অস্ট্রেলিয়া গেলাম, দেশে ফিরে আবার শ্রীলঙ্কা। আকাশপথে অনেক ভ্রমণ হয়েছে। পাপন ভাই ফোন করেছিলেন। বললেন, তুমি চলে এসো। শুধু বোলিংটাও যদি করে দিতে পারো, অনেক ভালো হবে।’

সাকিবের চটপট উত্তর, ‘হ্যাঁ, আমি সেফ সাইডে থাকতে পারতাম। বলতে পারতাম, ম্যাচ ফিট না, আরও সময় লাগবে। দিন শেষে জেতা দলের অধিনায়ক হওয়াও তো গৌরবের বিষয়।’

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ফাইনাল ভাগ্য খুব বেশি ভালো না। ২০০৯ সালে দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে গিয়েও হেরে যায় টাইগাররা। ২০১২ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে হার, আর ২০১৬ টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনাল ও সর্বশেষ দেশের মাটিতে গত জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আরেকটি হার।

আবারও একটি ফাইনালের সামনে বাংলাদেশ। নিদাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। তবে এ ম্যাচে মাঠে নামার আগে আরও একটি প্রতিপক্ষ হিসেবে হাজির হতে পারে। তা হল বৃষ্টি। শ্রীলঙ্কার আবহাওয়া আজ (রোববার) সকালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর যদি এই বৃষ্টি স্থায়ী হয় সারাদিন তাহলে হচ্ছে না বাংলাদেশ-ভারত ফাইনাল ম্যাচ! তবে ম্যাচ যদিও সন্ধ্যায় (৭.৩০ মিনিটে) শুরু, তাই ভারী বৃষ্টি বা সন্ধ্যা পর্যন্ত স্থায়ী না হলে আশা করাই যায় সময়মতই শুরু হবে।

এদিকে বৃষ্টিতে যদি ফাইনাল ম্যাচ না হয়, তবে কী কবে? শ্রীলঙ্কা ক্রিকেট জানাল, কোনো রিজার্ভ ডে নেই। বৃষ্টিতে ভেসে গেলে কিংবা ম্যাচ টাই হলে দুই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে