রবিবার, ১৮ মার্চ, ২০১৮, ১০:৫৪:৪৮

হার্শার প্রশ্ন, আইসিসি শাস্তি দিল নাকি উৎসাহ দিল?

হার্শার প্রশ্ন, আইসিসি শাস্তি দিল নাকি উৎসাহ দিল?

স্পোর্টস ডেস্ক: অনেক বছর ধরেই বাংলাদেশ ক্রিকেটকে খুব কাছে থেকে দেখে এসেছেন জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রিকেট পণ্ডিত হার্শা ভোগলে। বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশ ক্রিকেটের প্রশংসা করতে কার্পণ্য করেননা বলে বাংলাদেশি সমর্থকদের প্রিয় পাত্র হিসেবে পরিচিতি অর্জন করেছেন তিনি।

তবে শুক্রবার বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটারদের আচরনে বেশ হতাশ হয়েছেন হার্শা। তার প্রশ্ন, আইসিসি শাস্তি দিল নাকি উৎসাহ দিল? বাংলাদেশ দলের স্মরণীয় টি-টুয়েন্টির জয়ের ম্যাচটি খেলোয়াড়দের আচরনে ঢাকা পড়ে গেছে বলে দাবী তার। টুইটারে নিদাহাস ট্রফিতে বাংলাদেশ-শ্রীলঙ্কার ঘটনাবহুল ম্যাচটিতে ক্রিকেটারদের আচরন দেখে বড় শাস্তি অপেক্ষায় ছিলেন তিনি।

কিন্তু আইসিসি অনেকটা লঘু দন্ডে সাকিবদের ছাড় দিয়েছে, এমন মত প্রকাশ করেছেন হার্শা ভোগলে। সাকিব আল হাসান ম্যাচের দ্বাদশ খেলোয়াড় নুরুল হাসান সোহানকে আচরনের জন্য ম্যাচ ফি'র ২৫% জরিমানা এবং একই সাথে এক ডিমেরিট পয়েন্টও গুনতে হয়েছে।

এমন শাস্তি দেখলে দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাদা হতাশ হবেন, কারন আইসিসির শাস্তির কারনে চলমান অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে পড়েছেন এই ফাস্ট বোলার। সেই তুলনায় বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের ঘটনা প্রায় হাতাহাতির পর্যায়ে ছিল বলে মনে করেন হার্শা। নিজের টুইটারে তিনি লিখেছেন, 'এক ডিমেরিট পয়েন্ট আর ২৫% ম্যাচ ফি গতকালের ঘটনার জন্য? এটা অনেকটা পিঠ চাপড়ে উৎসাহ দেয়ার মত ছিল। আমি আশা করি রাদাবা এইসব দেখছেন না। ঘটনা প্রায় হাতাহাতির কাছাকাছি পৌঁছে গিয়েছিল। খুবই রহস্যজনক।'

আইসিসির এমন সিদ্ধান্তে অবাক হলেও বাংলাদেশ দলের জয়ের নায়ক মাহমুদুল্লাহ রিয়াদের ইনিংসের প্রশংসা করতে ভুলেননি হার্শা ভোগলে। টুইটারে রিয়াদের ইনিংসের কথা আলাদা করে উল্লেখ করেছেন তিনি।

    Getting one demerit point and losing 25% of the match fee for what happened yesterday, #BANvsSL, is like getting a pat on the back. I hope Rabada doesn't see what happened. This was as close to a punch-up as you will see. Very mystifying.
    — Harsha Bhogle (@bhogleharsha) March 17, 2018
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে