রবিবার, ১৮ মার্চ, ২০১৮, ১১:২৯:২৯

‘নাকল’ বল সেটা আবার কি?’ টাইগারদের জিততে হলে সামলাতে হবে সেই ‘নাকল’ বল!

‘নাকল’ বল সেটা আবার কি?’ টাইগারদের জিততে হলে সামলাতে হবে সেই ‘নাকল’ বল!

স্পোর্টস ডেস্ক: ‘নাকল’ বল সেটা আবার কি?’ নাকবল’ নামের এক খেলা থেকে এই নাকল বল এসেছে। খেলটা অনেকটা বেসবলের মতো। বোলার রানিংয়ের গতি না বদলেই স্লোয়ার দিতে পারেন, আবার এ ধরনের বল মাঝে মধ্যে ‘স্কিড’ করে যায়। কখনও কখনও ব্যাকস্পিন করে, কখনও আবার শর্ট অব লেন্থে এসে বাউন্সও করে।

জানা গেল ভারতীয় পেসার শারদুল ঠাকুর নাকল বলের জাদু করেছেন । আরেক ভারতীয় পেসার জহির খানের হাত ধরে ‘নাকল’ বল বেশ সাড়া ফেললেও অনেক পেসারের অস্ত্র এই নাকল বল। দক্ষিণ আফ্রিকার পরে এই নাকল দিয়ে নিদাহাস ট্রফিতে মাত করছেন শারদুল ঠাকুর। হয়ে উঠেছেন ব্যাটস দের আতঙ্ক । তবে বাংলাদেশ কে আজ জিততে হলে সামলাতে হবে এই নাকল বল।

নাকল বল করাটাও যেমন কঠিন খেলাটাও তেমন কঠিন। বলের গ্রিপটা দুই আঙুলের উল্টো পাশে ধরে বল করতে হয়। এটা অনেকটা ক্যারম বোলিংয়ের মতো। বছরের পর বছর অনুশীলন করলেই তবে এই বলা করা যায়। আর ব্যাটসম্যান যদি বোলারের হাত দেখে না খেলে তবে বিপদে পড়া অবধারিত।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে