রবিবার, ১৮ মার্চ, ২০১৮, ০১:২০:০৮

জয়ের জন্য সব করব: সাকিব

 জয়ের জন্য সব করব: সাকিব

স্পোর্টস ডেস্ক: শ্রীলংকার বিপক্ষে দারুণ জয়ে নিশ্চিত হয়েছে নিদাহাস ট্রফির ফাইনাল। সিরিজে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই দলকে অবিস্মরণীয় জয়ে নেতৃত্ব দিয়েছেন সাকিব আল হাসান। ফাইনালে প্রতিপক্ষ সেই ভারত, যাদের বিপক্ষে এখন পর্যন্ত কোনো টি২০ ম্যাচ জেতা হয়নি বাংলাদেশের। বরং এই দলের বিপক্ষেই আছে টি২০ বিশ্বকাপে এক রানে হারের তেতো স্মৃতি। প্রসঙ্গ যদি হয় ত্রিদেশীয় সিরিজের ফাইনাল, সেক্ষেত্রেও বাংলাদেশের স্মৃতি তিক্ততায় পূর্ণ। সাকিব অবশ্য এত কিছু ভাবছেন না। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জানালেন, পেছনের ঘটনাগুলো ভুলে এখন আজকের ম্যাচেই সব মনোযোগ তার।
 
-সিরিজের ফাইনাল ম্যাচ বলে খেলায় মনোযোগ ধরে রাখাটা একটু কঠিন কি-না?

সাকিব :আমার কাছে মনে হয় না এটা এ রকম কঠিন কোনো ব্যাপার। হ্যাঁ, আমাদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ। একইভাবে এটা আরেকটা ম্যাচ, যেটায় আমরা জেতার জন্য মাঠে নামব এবং সর্বোচ্চ চেষ্টা করব জেতার।
 
-আগের সব ফাইনালের তিক্ততা কাটিয়ে ওঠা...

সাকিব :আসলে এতকিছু আমরা চিন্তা করিনি। এখনও আমাদের কোনো টিম মিটিং হয়নি। আমরা এ ম্যাচ নিয়েও আলোচনা করিনি। চেষ্টা করছি যতটা নির্ভার থাকা যায়। কারণ আমার কাছে মনে হয়, টি২০ ম্যাচে ভালো করার জন্য নির্ভার থাকা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি, দলের কেউ কোনো রকমের চাপ নেবে না এবং শুধু খেলার দিকেই মনোযোগ রাখবে। আমরা সবাই চেষ্টা করব নিজেদের খেলার প্রক্রিয়াটা ঠিক রাখতে।
 
-আইপিএলে নিয়মিত খেলার সুবাদে ভারতীয় ক্রিকেটারদের ব্যাপারে আপনার ধারণা...

সাকিব :সত্যি কথা বলতে, এখনকার দিনে এত প্রযুক্তির কারণে আমাদের কিন্তু সবারই সবার খেলা সম্পর্কে ধারণা থাকে। তাই সব সময় কোনো নির্দিষ্ট পরিকল্পনা করলেও সেটা সফল হয় না। কিন্তু অবশ্যই নির্দিষ্ট কিছু পরিকল্পনা করা হবে তাদের বিরুদ্ধে। তারা কিন্তু অনেক দিন ধরে ক্রিকেট খেলছে, আমরা অনেক খেলা দেখেছি তাদের। তাই আমাদের সবার ভেতরে তাদের সম্পর্কে ধারণা আছে, তারা কী করতে পারে না পারে। অবশ্যই চেষ্টা থাকবে যেন তারা নিজেদের স্বাচ্ছন্দ্য অনুযায়ী না খেলতে পারে, সেটা নিশ্চিত করার। কিন্তু তার পরও, সব সময় তো পরিকল্পনা সফল হয় না। আমার মনে হয়, ম্যাচের শুরুটা খুব গুরুত্বপূর্ণ হবে।
 
-টস কতটা গুরুত্বপূর্ণ হবে?

সাকিব :আমার কাছে মনে হয়, কোন দল কতটা ভালো খেলবে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সত্যি কথা বলতে গেলে, এখানে দুই ইনিংসেই উইকেট খুব ভালো থাকে। খুব একটা পরিবর্তন হয় না। তাই আগে ব্যাটিং করলে চেষ্টা থাকবে ভালো একটা স্কোর করার। আর যদি পরে ব্যাটিং করতে হয়, সে ক্ষেত্রে প্রথমে চেষ্টা থাকবে বোলিং করে ভারতকে যেন একটা মোটামুটি রানের ভেতরে আটকে ফেলতে পারি। যেহেতু ওদের ব্যাটিংটা অনেক শক্ত, তাই আমাদের অবশ্যই সেরা বোলিংটাই করতে হবে। তাহলেই কেবল ম্যাচের ফল আমাদের পক্ষে আসবে।
 
-তিনটি ফাইনালে হারের পর এবার আরও একটি ফাইনাল...

সাকিব :চেষ্টা তো থাকবে ভালো ক্রিকেট খেলার। জয়ের জন্য সব করব।
 
-বড় ম্যাচের চাপ কি দলের মধ্যে কাজ করছে?

সাকিব :আমার কাছে মনে হয়, এটা আসলে অনুভব করার বিষয়। আমরা এখনও এগুলো নিয়ে আলোচনা করিনি। মনে হয় না, এটা চাপ হিসেবে কেউ নিচ্ছে। চাপ হিসেবে নিলে চাপ, না নিলে চাপ নয়। আমি নিশ্চিত যে, সবাই নির্ভার আছে। এটা যদি ম্যাচ পর্যন্ত ধরে রাখতে পারি তাহলে সম্ভাবনা অনেক বেশি।
 
-লক্ষ্য ছিল ফাইনাল ওঠা। সেটা তো হয়ে গেছে। এখন কি বলা যাবে লক্ষ্যটা পূরণ করে ফেলেছি?

সাকিব :ওই সময় রিয়াদ ভাই অধিনায়ক ছিলেন। তিনি একটা লক্ষ্য পূরণ করে দিয়ে গেছেন। আমার সামনে এখন নতুন লক্ষ্য। আমার জন্য লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া (হাসি)। আগ থেকে কেউ বলতে পারবে না যে, আমরা টুর্নামেন্টের ফাইনাল খেলব বা চ্যাম্পিয়ন হবো। শুরুতে সব দলের লক্ষ্য এমনই থাকে যে, ফাইনাল খেলব।
 
-ভারত মানেই ব্যাঙ্গালুরুর সেই ম্যাচ কি-না?

সাকিব :অভিজ্ঞতা আসলে অভিজ্ঞতাই। সব অভিজ্ঞতাই কাজে লাগে। যেটা সব সময়ই কাজে লাগবে সেটাই স্বাভাবিক। আমরা কাল (আজ) কতটা ভালো খেলব সেটাই গুরুত্বপূর্ণ। এর চেয়ে বেশি চিন্তার কোনো কারণ দেখছি না।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে