রবিবার, ১৮ মার্চ, ২০১৮, ০১:৩১:৩৮

ফাইনাল ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও বাংলাদেশ চ্যাম্পিয়ন!

ফাইনাল ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও বাংলাদেশ চ্যাম্পিয়ন!

স্পোর্টস ডেস্ক: আবারও একটি ফাইনালের সামনে বাংলাদেশ। আজ নিদাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ২০০৯ থেকে এখন পর্যন্ত বাংলাদেশ হেরেছে পাঁচ-পাঁচটি ফাইনাল। জয়ের কাছে গিয়েও উঁচিয়ে ধরা হয়নি শিরোপা।

শ্রীলঙ্কার আবহাওয়া পূর্বাভাস বলছে, রবিবার, ১৮ মার্চ সকালে বৃষ্টির জোর সম্ভাবনা রয়েছে। তবে এ ম্যাচে মাঠে নামার আগে আরও এক প্রতিপক্ষ হাজির হতে পারে। আর তা হলো বৃষ্টি।

যদিও ম্যাচ সন্ধ্যায় (৭.৩০ মিনিটে) শুরু, তাই ভারী বৃষ্টি না হলে সন্ধ্যায় ম্যাচ সময়মতোই শুরু হবে বলে আশাবাদী শ্রীলঙ্কা ক্রিকেট।

বৃষ্টির সম্ভাবনা থাকলেও নিদাহাস ট্রফির ফাইনালের জন্য নেই কোন রিজার্ভ ডে। শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে, বৃষ্টিতে যদি ফাইনাল ম্যাচ ভেসে যায়, সেক্ষেত্রে দু’দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। এর আগে ভারত ‌ও শ্রীলঙ্কার মধ্যকার ফিরতি পর্বের ম্যাচটি‌ও তুমুল বৃষ্টির কবলে পরে। বৃষ্টির কারণে খেলা শুরু হতেই দেরি হয় সেদিন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে