রবিবার, ১৮ মার্চ, ২০১৮, ০৫:২৮:৫২

বাংলাদেশ-ভারত দু'দলের জন্যই একটি রোমাঞ্চকর ম্যাচ আজ: কার্তিক

বাংলাদেশ-ভারত দু'দলের জন্যই একটি রোমাঞ্চকর ম্যাচ আজ: কার্তিক

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে খেলা মানে ভারত ফেবারিট- এমনটাই মনে করেন অনেকে। তাই বলে ভারতকে বাংলাদেশ হারাতে পারবে না- এমনটা কি নিশ্চিত করে বলা যায়? বলা যায় না এ কারণেই, খেলাটার নাম ক্রিকেট, যা অনিশ্চয়তায় মোড়ানো আগা-গোড়া।

ভারতের উইকেট রক্ষক ব্যাটসম্যান দিনেশ কার্তিক অবশ্য বলেছেন, ফাইনালে তারা বাংলাদেশকে সমীহ করছেন। তবে ভারতের যে কোন দলেরই বাংলাদেশের বিপক্ষে জেতা উচিৎ।

আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নিদাহাস ট্রফির ফাইনাল ম্যাচে শিশিরের প্রভাব থাকতে পারে বলে উল্লেখ করে তিনি বলেন, 'যদি শিশির পড়ে তাহলে পরে ব্যাট করা দলের জন্য রান তাড়া করা সহজ হয়ে যাবে। আর শিশির না থাকলে দু'দলের জন্যই রোমাঞ্চকর একটা ম্যাচ হবে।'

জেতার জন্য ভারতের ওপর চাপটা একটু বেশিই বলে মনে করেন দিনেশ কার্তিক। তিনি বলেন, 'ভারত ক্রিকেট-পাগল এক দেশ। তারা শুধু জয় দেখতে চায়। আমরা প্রথম সারির দল না দ্বিতীয় সারির দল নিয়ে খেলছি তাতে সমর্থকদের কিছু যায় আসে না। আমরা যদি বাংলাদেশের বিপক্ষে জিতি তবে সবাই বলবে, এটা জেতারই ম্যাচ। আর যদি হারি তবে বলবে, ওহো বাংলাদেশের বিপক্ষে হারলে তোমরা!' সূত্র: হিন্দুস্তান টাইমস      
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে