রবিবার, ১৮ মার্চ, ২০১৮, ০৫:২৯:৪৯

ছবি নয়, সিনেমা হলে এবার দেখানো হবে ভারত-বাংলাদেশ ফাইনাল ম্যাচটি!

ছবি নয়, সিনেমা হলে এবার দেখানো হবে ভারত-বাংলাদেশ ফাইনাল ম্যাচটি!

স্পোর্টস ডেস্ক: হলে কি দেখানো হয়? আমরা সবাই জানি হলে ছবি দেখানো হয়। কিন্তু এবার ঘটছে তার ব্যতিক্রম। হলে ছবির পরিবর্তে দেখানো হচ্ছে ক্রিকেট ম্যাচ। ছবির টিকিট বিক্রি না হওয়াতেই এই অভিনব উপায় বেছে নিয়েছে হল মালিকরা।

হ্যা, ভুল পড়েননি। নিদাহাস ট্রফিতে ভারত-বাংলাদেশ ফাইনাল ম্যাচটি হলে দেখানোর ব্যবস্থা করেছে জোনাকী সিনেমা হল। এর জন্য আপনাকে ডিসি সিটে বসে খেলা দেখলে প্রতি দর্শককে গুণতে হবে ৭০ টাকা ও রিয়াল সিটে বসে খেলা দেখতে হলে টিকিট লাগবে ৬০ টাকা। খেলা দেখানোর জন্য সন্ধ্যা ৭টায় হলের গেট খোলা হবে।

আর এর জন্য হলের বাইরের গেটে খেলার পোস্টারও লাগানো হয়েছে। চলছে মাইকিং।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে