রবিবার, ১৮ মার্চ, ২০১৮, ০৫:৪৭:৩৬

আজকের ম্যাচে বৃষ্টি হলে যতক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন আম্পায়াররা

আজকের ম্যাচে বৃষ্টি হলে যতক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন আম্পায়াররা

স্পোর্টস ডেস্ক: আজ নিদহাস ট্রফির ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং ভারত। সেই ম্যাচে ুকি দিচ্ছে বৃষ্টির সম্ভাবনা। আর সেই ম্যাচে বৃষ্টি হলে সেই বিষয়টি আগেই ক্লিয়ার করেছে লঙ্কান বোর্ড।

এ প্রসঙ্গে অবশ্য শ্রীলঙ্কা ক্রিকেট জানায়, কোনো রিজার্ভ ডে নেই। বৃষ্টিতে ভেসে গেলে বা ম্যাচ টাই হলে দুই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

কিন্তু বৃষ্টির জন্য কতোক্ষন অপেক্ষা করবেন ফিল্ড আম্পায়াররা? স্থানীয় এক সুত্রে জানানো হয় বাংলাদেশ সময় রাত ৯.০০ এবং শ্রীলঙ্কা সময় রাত ৮.৩০ পর্যন্ত অপেক্ষা করবে ম্যাচ আম্পায়াররা , যদি এর মধ্যে ম্যাচ শুরু না হয় তাহলে ম্যাচটি পরিত্যাক্ত করে দিবেন আম্পায়াররা।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে