রবিবার, ১৮ মার্চ, ২০১৮, ০৫:৫৪:৫৫

চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্স নিশ্চিত করলো মাশরাফিরা

 চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্স নিশ্চিত করলো মাশরাফিরা

স্পোর্টস ডেস্ক: ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আজকের ম্যাচে ফতুল্লাহর খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে শুভাগত হোমের শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্স নিশ্চিত করেছে মাশরাফিরা।

এদিন সকাল ৯টায় শুরু হওয়া এই ম্যাচে প্রথমে টসে জিতে আবাহনীকে ব্যাটিংয়ে পাঠান শাইনপুকুরের অধিনায়ক শুভাগত। এরপর ব্যাটিং করতে নেমে নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত এক সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৩৩৫ রানের পাহাড়সম পুঁজি পায় নাসির-মাশরাফিদের আবাহনী।

শান্ত ইনিংসের শেষ পর্যন্ত ১২০ বলে ১৫০ রান নিয়ে অপরাজিত থাকেন। তাঁর এই ইনিংসে ছিলো ৯টি ছয় এবং সমান সংখ্যক চারের মার।  শান্ত ছাড়াও এদিন দারুণ ব্যাটিং করেছেন ওপেনার সাইফ হাসান এবং অধিনায়ক নাসির হোসেন। ১১৪ বলে ৯৪ রান করে সাইফ সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়লেও দলকে বড় সংগ্রহের ভীত গড়ে দিয়েছেন।

অপরদিকে নাসির খেলেছেন মাত্র ৩ ছয় এবং ৫ চারের সাহায্যে ২৪ বলে ৪৫ রানের একটি ক্যামিও ইনিংস। আর এই তিন ব্যাটসম্যানের ব্যাটেই বিশাল সংগ্রহ নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয়েছে আবাহনী।

৩৩৬ রানের বিশাল লক্ষ্যে এখন ব্যাট করে শাইনপুকুর। উদ্বোধনী জুটিতে ১২৫ রান যোগ করেন সাদমান ইসলাম এবং ফারদিন হাসান অনি। দুজনই ফিফটি তুলে নেন। সাদমান ৫৬ করে ফিরলেও দারুণ খেলছেন অনি।

সাদমান ফিরলেও ফারদিন তুলে নেন শতক। কিন্তু ১০৪ রানে আহত হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। শেষ পর্যন্ত আবাহনীর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ৫০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ২৭৯ রান স্কোরবোর্ডে তুলতে সক্ষম হয় শাইনপুকুর।

আবাহনীর পক্ষে ৮ ওভার বোলিং করে ৩৫ রান দিয়ে ২ উইকেট শিকার করেন টাইগারদের ওয়ানডে কাপ্তান মাশরাফি বিন মর্তোজা।

আবাহনী লিমিটেড-

আনামুল হক বিজয়, সাইফ হাসান, নাজমুল হাসান শান্ত, নাসির হোসেন (অধিনায়ক), মোহাম্মদ মিথুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মানান শর্মা, মাশরাফি বিন মর্তুজা, সানজামুল ইসলাম, আরিফুল ইসলাম সবুজ, সন্দ্বীপ রয়।

শাইনপুকুর ক্রিকেট ক্লাব-

সাদমান ইসলাম, মিনহাজ খান, মোহাম্মদ সজিব হোসেন, ফরহাদ হাসান অনি, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, শুভাগত হোম (অধিনায়ক), মোহাম্মদ সাইফুদ্দিন, তৌহিদ তারেক, রায়হান উদ্দিন, নাইম ইসলাম জুনিয়র।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে