রবিবার, ১৮ মার্চ, ২০১৮, ০৬:৪৭:৫৬

ভারত-বাংলাদেশের একাদশে এক পরিবর্তন!

ভারত-বাংলাদেশের একাদশে এক পরিবর্তন!

স্পোর্টস ডেস্ক: নিদাহাস ট্রফির ৬ষ্ঠ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ জয় লাভ করে বাংলাদেশ। এরই ফলে ত্রিদেশীয় এই সিরিজের ফাইনাল নিশ্চিত করে টাইগাররা। আজ রবিবার (১৮ মার্চ) শ্রীলঙ্কার কলোম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি।

ক্রিকবাজ বলছে, ভারতীয় দলে আসতে পারে এক পরিবর্তন। সাকিব, রিয়াদ, মুশফিক, তামিমদের আটকাতেই আজ পেসার সিরাজের পরিবর্তে আইপিএলের সবচেয়ে দামি তারকা জয়দেব উনাদকাটকে দলে ফেরাবে ভারত। অন্যদিকে স্পিন বিভাগে রয়েছেন ওয়াশিংটন সুন্দর ও যুজবেন্দ্র চাহাল।

অন্যদিকে বাংলাদেশ দলে পরিবর্তন আসবে না বলেই মনে করা হচ্ছে। তবে স্পিন আগ্রাসী ভারতের বিপক্ষে নাজমুল-মেহেদীর পরিবর্তে এক পেসার রাখা হতে পারে দলে। আর সেক্ষেত্রে একাদশের বাইরে চলে যেতে পারেন অপু এবং তার জায়গায় দলে আসতে পারেন পেসার তাসকিন আহমেদ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদী মিরাজ, নাজমুল ইসলাম/ তাসকিন আহমেদ।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সুরেশ রায়না, মনিষ পান্ডে, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), বিজয় শংকর, ওয়াশিংটন সুন্দর, জয়দেব উনাদকাট, শারদুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে