রবিবার, ১৮ মার্চ, ২০১৮, ১১:১৮:৩৩

বাংলাদেশ হারলেও দারুণ মাইলফল স্পর্শ করলেন মাহমুুদুল্লাহ

বাংলাদেশ হারলেও দারুণ মাইলফল স্পর্শ করলেন মাহমুুদুল্লাহ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের দেয়া ১৬৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ ওভারে ৪ উইকেট হাতে রেখে ম্যাচ নিয়েছে ভারত। তবে এদিন বাংলাদেশ হারলেও দারুণ মাইলফল স্পর্শ করলেন মাহমুুদুল্লাহ।

নিধাস ট্রফির ফাইনালে টি-টুয়েন্টি ক্যারিয়ারে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। প্রেমাদাসায় ভারতের বিপক্ষে নামার আগে হাজার থেকে ৪ রান দূরে ছিলেন এ ডানহাতি ব্যাটসম্যান।

দলের বিপদের সময় ক্রিজে এসেছেন। মাইলফলক স্পর্শ করতে সময়ও নেননি মাহমুদুল্লাহ। চার বল মোকাবেলায় চতুর্থ বাংলাদেশি হিসেবে টি-টুয়েন্টিতে হাজার রান পূর্ণ করে ফেলেন।

মাহমুদুল্লাহর এটি ৬৭তম টি-টুয়েন্টি ম্যাচ। আগের ম্যাচেই হাজার রান পূর্ণ করা মুশফিকুর রহিমেরও সেটি ৬৭তম ম্যাচই ছিল। শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে নিধাস ট্রফির সেমিফাইনালে রূপ নেয়া ম্যাচে ২৮ রানের ইনিংস খেলার পথে মাইলফলকে পৌঁছান মি. ডিপেন্ডেবল মুশি।

মুশফিক-মাহমুদউল্লাহ দুজনই মাইলফলক ছুঁয়েছেন নিধাস ট্রফিতে। আর টি-টুয়েন্টিতে হাজার রানের মাইলফলক ছোঁয়া প্রথম বাংলাদেশি তামিম ইকবাল। পরে এই ক্লাবে নাম লেখান সাকিব আল হাসান।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে