সোমবার, ১৯ মার্চ, ২০১৮, ১২:০৬:৩২

ঢাকায় সুনসান নীরবতা, কাঠগোড়ায় রুবেল, যা বলছে ক্ষুব্ধ সমর্থকরা..

ঢাকায় সুনসান নীরবতা, কাঠগোড়ায় রুবেল, যা বলছে ক্ষুব্ধ সমর্থকরা..

স্পোর্টস ডেস্ক : নিশ্চিত জেতা খেলা। শেষ ৩ ওভারে যেখানে ৩৫ রান দরকার ভারতে। মুস্তফিজ এসে এক রান দিয়ে এক উইকেট নিলেন। ২ ওভারে দরকার ৩৪ রান। বলে অভিজ্ঞ রুবেল, সমর্থকরা ধরেই নিয়েছিল ম্যাচটি জিতছেন।

বোলিং যখন রুবেল, তখন তার কাছে ভালো কিছু আশা করাটাই স্বাভাবিক। সমর্থকরাও তাই করেছিলেন। কিন্তু দিনেশ কার্তিকের সামনে অসহায় আত্মসমর্পন করলেন। ওই ওভারে ২২ রান দিলেন রুবেল। নিশ্চিত জেতা ম্যাচ নিজেদের হাত থেকে বের করে ভারতের হাতে দিয়ে আসলেন।

শেষ ওভারে সৌম্য এসে প্রথম দিকে আশার আলোর জাগালেও শেষ বলে দিনেশ কার্তিক তার অভিজ্ঞতা পরিচয় দিলেন। বড় বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ জিতিয়ে দিলেন। শেষ সেই কোটি টাইগার ভক্তদের আরো একবার কাঁদতে হলো!

শোকাহত হৃদয়ে ক্রোধের আভাস পাওয়া গেল। ‘শেষ করে দিল রুবেল। এতো অভিজ্ঞ একজন বোলার এইভাবেই বল করে’ ও ‘রুবেলকে এইভাবে বল করা উচিত ছিল না, রুবেল উইকেট পাওয়ার জন্য বল করছিল, উইকেট আশা না করে ওকে রান চেক দেয়ার জন্য বল করা উচিত ছিল।’

ফাইনালে অল্পের জন্য হাত ছাড়া হয়ে যাওয়া নিরদাস ট্রফির জন্য এই ভাবেই বলছিলেন সমর্থকরা। ম্যাচের শেষদিকে ঢাকায় টেলিভিশনের সামনে যতটা না উজ্জিবিত ছিল সমর্থকরা, খেলা শেষ হলে ততটাই ভেঙে পড়ে তারা। ঢাকায় নেমে আসে সুনসান নীরবতা, সমর্থকদের কাঠগোড়ায় রুবেল! রুবেল যদি এইভাবে বল না করতো...

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে