শুক্রবার, ২৩ মার্চ, ২০১৮, ১০:১৫:২৩

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্ব একাদশে ‘যে তারকা ক্রিকেটারকে অধিনায়ক’ করতে চায় আইসিসি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্ব একাদশে ‘যে তারকা ক্রিকেটারকে অধিনায়ক’ করতে চায় আইসিসি

স্পোর্টস ডেস্ক : কয়েকদিন আগে ভয়াবহ হারিকেনের আঘাতে বিপর্যস্ত হয়েছে দ্বীপরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজ। যার মধ্যে বেশকিছু গুরুত্বপূর্ণ স্থাপনাও ছিল। বিশেষ করে রোনল্ড ওয়েবস্টার পার্ক ও ডোমিনিকা উইন্ডসর পার্ক স্টেডিয়ামের মতো জায়গাগুলো লণ্ডভণ্ড হয়ে যায় হারিকেনের আঘাতে।

আর সেজন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বরাবর বিশ্ব একাদশের সঙ্গে একটি প্রতি ম্যাচ (টি-টোয়েন্টি) আয়োজনের আবেদন জানায় ওয়েস্টইন্ডিজ ক্রিকেট বোর্ড।  

ওয়েস্ট ইন্ডিজের এমন আবদারকে সাদরে গ্রহন করে আইসিসি। চলতি বছরের ৩১ মে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী লর্ডসে ম্যাচটি অনুষ্ঠিত হবে। আর সে লক্ষ্যে ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগ্যানকে ইতোমধ্যে বিশ্ব একাদশের অধিনায়ক হওয়ার অনুরোধ জানিয়েছে আইসিসি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্ব একাদশে তাকে অধিনায়ক করতে চায় আইসিসি।

আইসিসির এমন বার্তায় বেশ আবেগপ্রবণ ও আনন্দ প্রকাশ করেছেন মরগ্যান। বলেছেন, ‘আমি খুবই খুশি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্ব একাদশের অধিনায়ক হওয়ার অফারটি পেয়ে। ক্রিকেট প্রধান দেশগুলোকে অবশ্যই অন্যদের বিপদে এগিয়ে আসা উচিত। আমি আশা করি বিশ্বের ভালো মানের খেলোয়াড়রা আমাদের হোম অব ক্রিকেটে খেলতে আসবে। আমি আশিবাদী দর্শকরা খেলা দেখতে আসবে এবং ওয়েস্ট ইন্ডিজের ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াবে।’

এদিকে ওয়েল অব ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও মরগ্যানকে অধিনায়ক করার অফারটি লুফে নিয়েছে। এনিয়ে বোর্ড কর্তা বলেছেন, ‘মরগ্যান সত্যিই বিস্ময়কর অধিনায়ক। দলকে সঠিকভাবে পরিচালনায় সে ভালোই দক্ষ।’

তিনি আরো বলেছেন,  ‘আমি আশা করি মরগ্যানকে অধিনায়কত্বে বিশ্ব একাদশটি সত্যিই ভালো করবে।’
এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে