শুক্রবার, ২৩ মার্চ, ২০১৮, ০৪:২২:১৫

কেলেঙ্কারিতে জেরবার ভারতের ক্রীড়াঙ্গণ; এবার হার্দিক পাণ্ডিয়া

কেলেঙ্কারিতে জেরবার ভারতের ক্রীড়াঙ্গণ; এবার হার্দিক পাণ্ডিয়া

স্পোর্টস ডেস্ক: ভারতের ক্রীড়াঙ্গণের বিভিন্ন বিভাগের তারকাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠে আসছে। জাতীয় ক্রিকেট দলের পেসার মোহাম্মদ শামিকে দিয়ে শুরু। এরপর অর্জুন পুরস্কারজয়ী টেবিল টেনিস খেলোয়াড় সৌম্যজিৎ ঘোষের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ম্যাচ ফিক্সিংয়ে অভিযুক্ত শামিকে বিসিসিআই 'নির্দোষ' ঘোষণা করলেও স্ত্রী নির্যাতনের অভিযোগের তদন্ত চলছে। এর মাঝেই তরুণ অল-রাউন্ড সেনসেশন হার্দিক পাণ্ডিয়ার বিরুদ্ধে উঠল নতুন অভিযোগ!

না, কোনো নারী কেলেঙ্কারিতে জড়াননি হার্দিক। তার বিরুদ্ধে ডঃ বি.আর. আম্বেদকারকে নিয়ে অপমানজনক টুইট করার অভিযোগ উঠেছে। ডঃ বি.আর. আম্বেদকারকে ভারতীয় সংবিধানের পিতা হিসেবে অভিহিত করা হয়। স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রীও ছিলেন তিনি। তাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ অস্বীকার করে বিবৃতি দিয়েছেন হার্দিক। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য প্রয়োজনীয় দলিল আদালতে পেশ করার ঘোষণাও দিয়েছেন তিনি।

টুইটারে পান্ডিয়া বলেছেন, 'ডঃ বিআর আম্বেদকারকে নিয়ে অপমানজনক টুইট করেছিলাম বলে বেশ কিছু সংবাদমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়েছে। আমি স্পষ্ট করে জানাতে চাই, এমন কোনো টুইট করিনি বা এমন কোনো মন্তব্য অন্য কোনো মাধ্যমে কখনও করিনি। আমার নাম ও ছবি ব্যবহার করে কোনো ভুয়া অ্যাকাউন্ট থেকে এমন টুইট করা হয়েছিল, যা আমার বলে মনে করছে সবাই। আমি কেবলমাত্র ভেরিফায়েড অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেই ভক্তদের সঙ্গে যোগাযোগ করে থাকি।'

পান্ডিয়া আরও বলেছেন, 'ডঃ বিআর আম্বেদকর সম্পর্কে আমি অত্যন্ত শ্রদ্ধাশীল। আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করবে এমন টুইট আমার অ্যাকাউন্ট থেকে করা হয়নি। আমার এই বক্তব্য প্রমাণ করার জন্য প্রয়োজনীয় সমস্ত দলিলাদি আমি আদালতে জমা দেব।'

উল্লেখ্য, ডঃ আম্বেদকরকে ও দেশের সংরক্ষণ পদ্ধতি নিয়ে একটি অবমাননাকর টুইটের জন্য রাজস্থানের একটি আদালত হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেয়। টুইটটি করা হয়েছিল @sirhardik3777 অ্যাকাউন্ট থেকে। হার্দিকের স্বীকৃত অফিসিয়াল টুইট অ্যাকাউন্ট হল @hardikpandya7, যেখানে তাকে সবসময় সক্রিয় দেখা যায়।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে