শনিবার, ২৪ মার্চ, ২০১৮, ০৯:৫৫:৪০

বেঞ্চে বসেই আর্জেন্টিনার জয় দেখলেন মেসি!

বেঞ্চে বসেই আর্জেন্টিনার জয় দেখলেন মেসি!

স্পোর্টস ডেস্ক : মেসি-আগুয়েরোকে ছাড়াই ইতালিকে হেসে খেলে হারালো আর্জেন্টিনা। ম্যানচেস্টারের এতিহাদ স্টেডিয়ামে প্রীতি ম্যাচে ২-০ গোলে জিতেছে আলবিসেলেস্তেরা। চোটের কারণে মাঠে নামেন নি লিওনেল মেসি।
 
বিশ্বকাপের আমেজ, আসর শুরুর আগেই। মুখোমুখি দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইতালি। ক'দিন আগে অকালে চলে যাওয়া ইতালিয়ান ফুটবলার ডেভিড আস্তরির স্মরণে এক মিনিটের নীরবতা দিয়ে শুরু ম্যাচ। অবসর ভেঙ্গে ফেরা বুফনের সঙ্গে, ইতালির বিশ্বকাপে না খেলার কষ্ট ভুলে নতুন শুরুর আশা।

সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে, ফেভারিট আর্জেন্টিনাই। মেসি-আগুয়েরোকে ছাড়াই খেলতে নামা দলটা এগিয়ে যেতে পারতো ম্যাচের শুরুতেই। ডি মারিয়া-হিগুয়াইনদের আক্রমণগুলো প্রাণ জুড়িয়েছে দর্শকদের। অন্যদিকে বারবার বুড়ো হারে ভেলকি দেখিয়েছেন বুফন। তার একের পর এক দারুণ সেভ, প্রথমার্ধ গোলবঞ্চিত রাখে আলবিসেলেস্তেদের।

বিরতির পর গোলের সুযোগ পায় ইতালি। তবে গোলরক্ষককে একা পেয়েও ব্যর্থ হন লরেঞ্জো ইনসিনিয়ে। ৫৭ থেকে ৬৭ মিনিটে আরো ৪টি সুযোগ পায় আজ্জুরিরা। কিন্তু প্রতিবারই বাধ সাধে আর্জেন্টিনা গোলরক্ষক। ম্যাচের ৭৫ মিনিটে অবশেষে গোলের দেখা পায় এতিহাদ। এভার বানেগা এগিয়ে দেন আর্জেন্টিনাকে।

ম্যাচে ফেরার সুযোগ পেয়েও সফল হয়নি ইতালি। বরং ৮৫ মিনিটে লানঝিনির দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। দলের মূল ফুটবলারদের বিশ্রামে রেখেও ২-০ গোলের জয় পায় সাম্পাওলির দল।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে