শনিবার, ২৪ মার্চ, ২০১৮, ১১:১২:০৫

চূড়ান্ত করেছে আইসিসি, ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ খেলতে পারবে যে ১০টি দেশ

চূড়ান্ত করেছে আইসিসি, ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ খেলতে পারবে যে ১০টি দেশ

স্পোর্টস ডেস্ক: ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করলো আফগানিস্তান ক্রিকেট দল। আজ বিশ্বকাপের বাছাই পর্বে সুপার সিক্সের শেষ ম্যাচে আফগানরা ৫ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ডকে। এই জয়ে ৫ খেলায় ৬ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে উঠে এলো আফগানিস্তান। সুপার সিক্সের শীর্ষ দু’দল খেলবে বিশ্বকাপে। ৫ খেলায় ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ইতোমধ্যে বিশ্বকাপ নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। একদম চূড়ান্ত করেছে আইসিসি, ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ খেলতে পারবে ১০টি দেশ।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় আয়ারল্যান্ড। আফগানিস্তানের বোলারদের নিয়ন্ত্রিন বোলিং-এ ৫০ ওভারে ৭ উইকেটে ২০৯ রান করে আয়ারল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন ওপেনার পল স্ট্রার্লিং। এছাড়া কেভিন ও’ব্রায়ান ৪১ ও নিল ও’ব্রায়ান ৩৬ রান করেন। আফগানিস্তানের লেগ-স্পিনার রশিদ খান ৪০ রানে ৩ উইকেট নেন।

জবাবে ৫ বল হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানিস্তান। দলের পক্ষে ওপেনার ও উইকেটরক্ষক মোহাম্মদ শেহজাদ ৫৪, গুলবাদিন নাইব ৪৫ ও অধিনায়ক আসগর স্তানিকজাই অপরাজিত ৩৯ রান করেন। আয়ারল্যান্ডের সিমি সিং ৩০ রানে ৩ উইকেট নেন।

বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিতে নিজেদের পারফরম্যান্সের সঙ্গে ভাগ্যের ছোঁয়া ছিল আফগানদের।বাছাইপর্বের শুরুতেই স্কটল্যান্ড আর স্বাগতিক জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে হারে ছিটকে পড়ার শঙ্কা তৈরি হয়েছিল তাদের। তবে নিট রান রেটে এগিয়ে থেকে জায়গা পায় সুপার সিক্সে। সুপার সিক্সে প্রথম দুই ম্যাচে জয় পেলেও বিশ্বকাপ স্বপ্ন শেষ হতো আফগানদের যদি আরব আমিরাতের সাথে বৃহস্পতিবারের ম্যাচটা জিম্বাবুয়ে ৩ রানে না হারত। জিম্বাবুয়ে জয় পেলেও তারা দ্বিতীয় দল হিসেবে ইংল্যান্ড বিশ্বকাপে তারা প্রবেশ করত।

২০১৯ বিশ্বকাপের দলগুলো: ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান।
এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে