রবিবার, ১৫ এপ্রিল, ২০১৮, ০৪:৫৯:২৪

দেশে ফিরো না হয় জাতীয় দল বন্ধ-শেহজাদকে বোর্ডের আল্টিমেটাম

দেশে ফিরো না হয় জাতীয় দল বন্ধ-শেহজাদকে বোর্ডের আল্টিমেটাম

স্পোর্টস ডেস্ক: কিছুদিন আগেও দেশকে জিতিয়েছেন বিশ্বকাপ বাছাই পর্বে। ধরতে গেলে তার এক পারফর্মেন্সেই উইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে আফগানিস্তান। আর সেই শাহজাদকেই রীতি মতো থ্রেট দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

শুধু শেহজাদকেই নয়, এই কথা আফগানিস্তানের স্কল ক্রিকেটারদের জন্যে প্রযোজ্য। কাহিনীটা হচ্ছে আফগানিস্তানের এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান বসবাস করছেন পেশোয়ারে। শুধু শাহজাদ নন, আফগানিস্তানের যেসব চুক্তিবদ্ধ খেলোয়াড় বাইরে থাকেন, তাঁদের দেশে ফেরাতে কঠোর নীতি গ্রহণ করেছে এসিবি। বেঁধে দেওয়া হয়েছে এক মাসের সময়সীমা। এর মধ্যে গাট্টিবোঁচকা গুটিয়ে দেশে ফিরতে হবে, নইলে শাস্তি।

এসিবি চেয়ারম্যান আতিফ মাশাল ক্রিকইনফোকে বলেন, ‘চুক্তিবদ্ধ খেলোয়াড়েরা অনুমতি ছাড়া দেশের বাইরে যাওয়া বিধিসম্মত নয়। বিদেশের মাটিতে যাঁরা বসবাস করছেন, তাঁদের পরিবারসহ ফিরতে এক মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে না ফিরলে তাঁদের চুক্তি বাতিল করা হবে। এমনকি বন্ধ হয়ে যেতে পারে জাতীয় দলের দরজাও।’
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে