সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮, ০৭:৪১:০১

ভেন্যুর পর আফগানিস্তান সিরিজ নিয়ে এবার নতুন জটিলতায় বিসিবি

ভেন্যুর পর আফগানিস্তান সিরিজ নিয়ে এবার নতুন জটিলতায় বিসিবি

স্পোর্টস ডেস্ক: আগামী জুনের প্রথম সপ্তাহে আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। আর ভেন্যু হিসেবে থাকছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অনুমতি সাপেক্ষে আফগানিস্তানের দ্বিতীয় ঘরের মাঠ উত্তরাখন্ডের দেরাদুন। তবে এ ভেন্যুর পরিবর্তে বিকল্প ভেন্য্যু হিসেবে বেঙ্গালুরু কিংবা কলকাতায় খেলতে বেশি আগ্রহী বাংলাদেশ দল।

দুই দিন আগে এমনটিই জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তবে এবার ভিন্ন এক জটিলতায় বিসিবি। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু বিসিবি এখনো নিশ্চিত নয়, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে নাকি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

এ প্রসঙ্গে আকরাম খান বলেন, ‘যত দূর জানি ভেন্যু নিয়ে কোনো সমস্যা নেই। আমরা কোন সংস্করণে খেলতে চাই সেটাই হচ্ছে ব্যাপার। ওরা ওয়ানডে খেলতে চায়। আমরা এখনো সিদ্ধান্ত নিইনি। আমরা আমাদের সুবিধা অনুযায়ী খেলতে চাইব।’
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে