শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮, ০৯:২৮:৩৪

ক্রিকেটারদের ফুটবলকে 'না' বললো বিসিবি

ক্রিকেটারদের ফুটবলকে 'না' বললো বিসিবি

স্পোর্টস ডেস্ক: জনপ্রিয়তার বিচারে অনেক আগে থেকেই ফুটবল এগিয়ে আছে ক্রিকেটের তুলনায়। এ বিষয়ে তর্কের কোন অবকাশই নেই। তারপরও যদি কেউ মানতে না চান একটি অকাট্য যুক্তিও আছে। ক্রিকেটাররা নিয়মিত ফুটবল খেলেন। যদিও তা ওয়ার্ম আপের অংশ হিসেবে। এই যুক্তির পাল্টা কোন কথা বলার সুযোগ হয়ত নেই। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের খেলোয়াড়দের জন্য ফুটবল খেলা নিষিদ্ধ করতে যাচ্ছে। কারণ, ক্রিকেটারদের সাম্প্রতিক ইনজুরি। আর এই তথ্যটি জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ক্রিকেটারদের ফুটবলকে 'না' বললো বিসিবি।

ফুটবল খেলতে ক্রিকেটের মত আয়োজনের প্রয়োজন হয়না। বল পেলে শুধু মাঠই নয় রাস্তা, গলি, গ্যারেজের মত জায়গাতেও এটা খেলা সম্ভব। তবে সুন্দর এই খেলাটিই কিছুদিন হলো মাথাব্যাথা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য। ফুটবল খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছেন দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহীম এবং নাসির হোসেন। চলতি বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ম্যাচের আগে ফুটবল খেলতে গিয়ে পায়ের গোঁড়ালিতে আঘাত পেয়েছেন মুশফিক। ফলে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তার। নাসিরের ইনজুরিটি তাকে ৬ মাসের জন্য ছিটকে দিয়েছে। বন্ধুর বিয়েতে গিয়ে ফুটবল খেলার সময় তার হাঁটুর লিগামেন্ট ছিড়ে গেছে।

অন্য ক্রিকেটাররা যাতে ইনজুরি মুক্ত থাকেন সেজন্য কম ঝুঁকিপূর্ণ ওয়ার্ম-আপ রুটিনের ওপর জোর দিয়েছেন নান্নু, 'এটার ওপর কড়াকড়ি আরোপ করতে হবে, কারণ... ফুটবল খেলার সময় ক্রিকেটাররা ইনজুরিতে পড়ছেন। টিম ম্যানেজমেন্টের এর ওপর নজর দিতে হবে।'

ট্রেনিং সেশনে বৈচিত্র্য আনার জন্য সব ক্রিকেট দলই সাথে ফুটবল রাখে। তবে এ থেকে ইনজুরির ঘটনাও বেশ পুরোনো। ভারতের অন্যতম সেরা ক্রিকেটার রোহিত শর্মার টেস্ট অভিষেক হওয়ার কথা ছিল ২০১০ সালে। ম্যাচের একদিন আগে ফুটবল খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন তিনি। ফলে সেই ম্যাচে তার খেলা হয়নি। শেষ পর্যন্ত টেস্ট অভিষেকের জন্য তার ২০১৩ সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। ২০০৯ সালে অ্যাশেজের সময় ম্যাচের দিন সকালে ইংল্যান্ডের উইকেটকিপার ম্যাট প্রায়র পিঠে আঘাত পেয়েছিলেন। টেস্টটি খেলা হয়নি তার। ইংল্যান্ডও হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে।

আন্তর্জাতিক ক্রিকেটে এমন অনেক উদাহরণই আছে। সামনেই রাশিয়া বিশ্বকাপ। এসময় বাংলাদেশের খেলোয়াড়রা ফুটবল খেলার সুযোগ হারালে কিছুটা আক্ষেপ পোড়াতেই পারে তাদের।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে