শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮, ১০:০৬:২১

বিশ্বকাপে যাদের ওপর নজর রাখতে বলছেন নেইমার

বিশ্বকাপে যাদের ওপর নজর রাখতে বলছেন নেইমার

স্পোর্টস ডেস্ক: চলতি মৌসুমে লিভারপুলের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন মোহাম্মদ সালাহ। মিশরের এই ফরোয়ার্ড ফর্মটা রাশিয়া বিশ্বকাপেও টেনে আনবেন বলে মনে করেন নেইমার। এ ছাড়া দুই সতীর্থসহ আরো বেশ কিছু খেলোয়াড়ের ওপরও নজর রাখতে বলছেন ব্রাজিলিয়ান তারকা।

পায়ে অস্ত্রোপচারের পর বর্তমানে ব্রাজিলে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন নেইমার। ২৬ বছর বয়সি ফরোয়ার্ড কবে মাঠে ফিরবেন, সেই নিশ্চয়তা দিতে পারেননি তার ক্লাব পিএসজির কোচ উনাই এমেরি। তবে আগামী ১৭ জুন বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রজিলের প্রথম ম্যাচের আগে ফিট হওয়ার ব্যাপারে নেইমার যথেষ্ট আত্মবিশ্বাসী।

বিশ্বকাপে ফিলিপে কুতিনহো, গ্যাব্রিয়েল জেসুসদের থেকে যোগ্য সমর্থন পাবেন বলে আশাবাদী নেইমার। তিনি নিজে, ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি ছাড়া আর কারা বিশ্বকাপে আলো ছড়াবেন- সাংবাদিকের এমন প্রশ্নে নেইমার বলেছেন, ‘এখানে বেশ কয়েকজন ভালো মানের খেলোয়াড় আছে। আমরা বিশ্বকাপ নিয়ে কথা বলছি, যা বিশ্বের সেরা। কুতিনহো, জেসুস পার্থক্য গড়ে দিতে পারে, আশা করি, তারা তা পারবে।’

১৯৯০ সালের পর এবারই প্রথম বিশ্বকাপের মূলপর্বে উঠেছে মিশর। সেই দলের সবচেয়ে বড় তারকা সালাহ এবারই প্রথম বিশ্বকাপে খেলবেন। বড় দলে না খেললেও তিনি রাশিয়ায় ভালো করবেন বলে বিশ্বাস নেইমারের, ‘মোহাম্মদ সালাহ বড় কোনো জাতীয় দলে খেলে না। তবে তার বিশ্বকাপ ভালো কাটতে পারে। এখানে এডেন হ্যাজার্ড, কেভিন ডি ব্রুইন, লুইস সুয়ারেজের মতো আরো কিছু প্রতিভাবান খেলোয়াড় আছে।’

তবে তারা ব্রাজিলের বিপক্ষে যেন ভালো না করেন, নেইমারের চাওয়া সেটাই, ‘আশা করি, আমরা সবাই ভালো পারফর্ম করতে পারব এবং ভালো একটি বিশ্বকাপ কাটবে। তবে আমি আশা করব, তারা ব্রাজিলের বিপক্ষে তেমনটা করবে না।’

ব্রাজিলের বিশ্বকাপ জেতার ব্যাপারেও আত্মবিশ্বাসী প্রাক্তন বার্সেলোনা তারকা, ‘আমি এই দলের অংশ হতে পেরে আনন্দিত, আমার মতে এটাই এখন সবচেয়ে শক্তিশালী দল। বিশ্বকাপ জেতার মতো ভালো মানের খেলোয়াড় আমাদের আছে এবং আমরা তা জিততে চেষ্টা করব।’
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে