শনিবার, ২১ এপ্রিল, ২০১৮, ০৫:৩৫:১৫

এবার যেভাবে আয়ের ক্ষেত্রে বিশ্বসেরা সাকিবকে টপকালেন মুস্তাফিজ

এবার যেভাবে আয়ের ক্ষেত্রে বিশ্বসেরা সাকিবকে টপকালেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্থায়ী চুক্তিতে জায়গা হয়েছে ১০ জন ক্রিকেটারের। এদের মধ্যে আছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। দু’জনেই খেলছেন আইপিএলে। বোর্ডের সাথে চুক্তিতে তারা যে পরিমাণ অর্থ পান, তার চেয়ে চারগুণ বেশি পাচ্ছেন এক মাস আইপিএলে খেলেই।

বোর্ডের চুক্তি অনুযায়ী মাসিক ৪.২০ লাখ টাকা করে পাবেন সাকিব-মুস্তাফিজরা। বছরে সেটা গিয়ে দাড়াবে ৫০.৪০ লাখে। অথচ আইপিএলে এর চারগুণ পাচ্ছেন সাকিব-মুস্তাফিজরা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) এক মাসে সাকিবের আয় ২ কোটি টাকা।

আইপিএলের চলমান ১১তম আসরে ২ কোটি টাকায় সাকিবকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এই বিবেচনায় দেশে কয়েক ধাপ পিছিয়ে থাকলে বিদেশে সাকিবের চেয়ে এগিয়ে মুস্তাফিজ।

গত বছরে চুক্তি অনুসারে বিসিবি থেকে কাটার মাস্টারের মাসিক আয় ২ লাখ টাকা। আর চলতি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স ২ কোটি ২০ লাখ টাকায় কিনে নিয়েছে দ্য ‘ফিজ’ খ্যাত ক্রিকেটারকে। যা সাকিবের চেয়ে ২০ লাখ বেশি। আর এখানেই এবার আয়ের ক্ষেত্রে বিশ্বসেরা সাকিবকে টপকালেন মুস্তাফিজ।  
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে