শনিবার, ২১ এপ্রিল, ২০১৮, ০৯:১৫:১৭

গেইল-রাহুলের জোড়া সেঞ্চুরিতে বৃষ্টি আইনে কলকাতাকে হারাল পাঞ্জাব

গেইল-রাহুলের জোড়া সেঞ্চুরিতে বৃষ্টি আইনে কলকাতাকে হারাল পাঞ্জাব

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ (২১ এপ্রিল) ১৮তম ম্যাচে কলকাতার মাঠ ইডেনে বাংলাদেশ সময় বিকাল সাড়ে চারটায় মুখোমুখি হয় দুই শক্তিশালী দল কলকাতা নাইট রাইডার্স ও কিংস ইলেভেন পাঞ্জাব। টস জিতে কলকাতাকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেয় কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক অশ্বিন।

ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯১ রান করে কলকাতা। জয়ের জন্য পাঞ্জাবের প্রয়োজন ১৯২ রান। ১৯২ রানের লক্ষ্য তাড়া করে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে পাঞ্জাবের দুই ওপেনার লুকেশ রাহুল এবং ক্রিস গেইল। তবে ৮.২ ওভার ব্যাটিং করার পরই ইডেনে বৃষ্টি নেমে আসে।

তবে বৃষ্টি থামার পর পাঞ্জাবের লক্ষ্য হয়ে দাঁড়ায় ১৩ ওভারে ১২৫ রান। ৮.২ ওভারে তাদের ছিল ৯৬ রান। জবাবে ঝড় তুলেন লুকেশ রাহুল। ২৭ বলে ৯টি চার ও ২টি ছয়ে ৬০ রান করে কুররানকে ক্যাচ দিয়ে নারাইনের বলে ফেরেন তিনি। অন্যদিকে ৩৮ বলে ৫টি চার ও ৬টি ছয়ে ৬২ রানে অপরাজিত ছিলেন গেইল। অন্যদিকে ২ রানে অপরাজিত ছিলেন আগরওয়াল। এরই ফলে ৯ উইকেটে জয় পায় পাঞ্জাব।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে