শনিবার, ২১ এপ্রিল, ২০১৮, ১১:৩৭:৩৯

মুরালি-মুডিকে পাশে পেয়ে খুশি হয়ে যা বললেন সাকিব

মুরালি-মুডিকে পাশে পেয়ে খুশি হয়ে যা বললেন সাকিব

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলছেন বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাটে-বলে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে যাচ্ছেন সাকিব। বোলিং কোচ হিসেবে সাকিবদের দায়িত্বে আছেন শ্রীলঙ্কার কিংবদন্তী স্পিনার মুত্তিয়া মুরালিধরন। প্রধান কোচের দায়িত্বে আছেন টম মুডি। এ দুই কোচকে পাশে পেয়ে দারুণ খুশি সাকিব।

প্রত্যেক ম্যাচেই আস্থার প্রতিদান দিয়েছেন সাকিব। বল হাতে করেছেন কৃপণ বোলিং। ব্যাট হাতেও অবদান রাখছেন। তবে চতুর্থ ম্যাচটা খুব একটা ভালো যায়নি সাকিবের। সানরাইজার্স হায়দ্রাবাদের প্রথম পরাজয়ের দিনে দুই ওভারে ২৮ রান দিয়েছেন সাকিব। তবে ব্যাট হাতে ১২ বলে ২৪ রানের এক দ্রুত গতির ইনিংস খেলেছেন।

রবিবার বিকাল সাড়ে চারটায় চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে সাকিবের দল। ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সাকিব জানান দলের ব্যাটিং নিয়ে ভাবছেন না তিনি। সানরাইজার্স হায়দ্রাবাদকে হারানো বেশ কষ্টকর বলে মনে করেন তিনি। তিনি বলেন, “আমি মনে করি না ব্যাটিং আমাদের জন্য কোনো দুশ্চিন্তার বিষয়। যদি আমরা ভালো ব্যাটিং করি এবং আমাদের দারুণ বোলিং আক্রমণকে ব্যাক আপ দিতে পারি তাহলে আমাদের হারানো কঠিন কাজ।”

দুই কোচের কাছ থেকে প্রচুর সহায়তা পাচ্ছেন বলে জানান সাকিব। সাকিব বলেন, “আমরা আশা করছি আমরা আমাদের দক্ষতা বাড়াতে পারব। প্রধান কোচ টম মুডি এবং মুরালিধরন আমার পাশে যেভাবে দাঁড়াচ্ছেন আমি তাতে বেশ খুশি। তারা আমাকে প্রচুর সাহায্য করছে।”

পঞ্চম ম্যাচের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস নিয়েও কথা বলেন সাকিব। সাকিব বলেন, “তারা (চেন্নাই) বেশ কয়েকবছর ধরেই দারুণ খেলছে। ওদের বিপক্ষে (জয় পেতে) আমাদের নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে হবে এবং নিজেদের কিছু ক্ষেত্রে উন্নতি করতে হবে।”

নিজেদের পঞ্চম ম্যাচে ধোনির চেন্নাইয়ের বিপক্ষে লড়বে হায়দ্রাবাদ। দুই দলই চার ম্যাচে তিন ম্যাচ জিতে ছয় পয়েন্ট অর্জন করেছে।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে