সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮, ১০:৪০:৫৯

মুম্বাইয়ে চাপের মুখে কেমন খেললেন কাটার মোস্তাফিজ?

মুম্বাইয়ে চাপের মুখে কেমন খেললেন কাটার মোস্তাফিজ?

স্পোর্টস ডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর দুঃস্বপ্ন ভুলে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন মোস্তাফিজ। প্রথম দুই ওভারে দেন মাত্র ১১ রান। চাপের মুখে কেমন খেললেন কাটার মোস্তাফিজ? তৃতীয় ওভারে ৯ রান দিলেও চাপের মুহূর্তে নিজের শেষ ওভারে ১ উইকেট নিলেও দেন ১৫ রান। আর শেষ দুই ওভারে বুমরাহ ও পান্ডিয়া ২৮ রান দিলে চতুর্থবারের মত শেষ ওভারে গিয়ে হারের স্বাদ পায় দলটি।

তবে দলের এ হারের জন্য বোলারদের চেয়ে ব্যাটসম্যানদের নিয়েই বেশি আক্ষেপ মুম্বাই অধিনায়ক রোহিত শর্মার। ম্যাচ শেষে আক্ষেপ নিয়ে মুম্বাই অধিনায়ক বলেন, ‘উইকেট যেরকম ছিল, ওভারে ১০ করে নেয়া সহজ ছিল না। তাদের অবশ্যই ক্রেডিট দিতে হবে। তারা অসাধারণ খেলেছে। তবে আমি মনে করি আমরা ব্যাট হাতে ভালো ভাবে শেষ করতে পারিনি, এটা আমাদের কষ্ট দিয়েছে।’

শুরুতে লুইস বিদায় নিলেও দ্বিতীয় উইকেটে যাদব ও ঈশান কিশান ১২৯ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ইঙ্গিত দেন। তবে শেষ দিকের ব্যাটসম্যানদের ব্যর্থতায় তা হয়নি। শেষ পর্যন্ত ১৬৭ রানেই থামে মুম্বাইয়ের ইনিংস। এদিকে চতুর্থবারের মত শেষ ওভারে গিয়ে হারের স্বাদ পেল মুম্বাই। এই ভুলগুলো থেকে শিক্ষা নিয়েই আগামী ম্যাচগুলোতে মাঠে নামতে চাইয় মুম্বাই।

এই প্রসঙ্গে রোহিত শর্মা আরও বলেন, ‘যেভাবে আমরা শুরু করেছিলাম সেভাবে আমরা শেষ করতে পারিনি। দ্বিতীয় অথবা তৃতীয়বারের মত আমরা এভাবে হারলাম। আমি আশা করি এই ভুলগুলো থেকে আমরা শিক্ষা নেব।’
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে