সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮, ১১:২২:৪২

আফগানিস্তানের বিপক্ষে যে দল নিয়ে মাঠে নামবে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে যে দল নিয়ে মাঠে নামবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: মাঝখানে শোনা গিয়েছিল যে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে পুরো শক্তির বাংলাদেশ দল নাও পাঠানো হতে পারে। তবে সে সম্ভাবনা কাল উড়িয়ে দিলেন মিনহাজুল আবেদীন। প্রধান নির্বাচকের কথা, ‘আমরা মূল দলকেই খেলানোর কথা ভাবছি।’

এটি নিশ্চিত যে জুনের প্রথম সপ্তাহে ভারতের দেরাদুনে অনুষ্ঠেয় সিরিজটি হবে টি-টোয়েন্টির। তবে ম্যাচ চারটি হবে নাকি তিনটি, সে বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার অপেক্ষা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তিনটির কথা বললেও আফগানরা চাইছে চার ম্যাচের সিরিজ। এটি নিষ্পত্তি হওয়ার আগেই মিনহাজুল নিশ্চিত করে দিলেন শীর্ষ খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে দল গড়ার কোনো নির্দেশনাই বোর্ডের তরফ থেকে তাঁদের কাছে আসেনি, ‘শীর্ষ খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার বিষয়ে কোনো নির্দেশনাই আসেনি আমাদের কাছে। দেশের হয়ে প্রতিটি খেলাই গুরুত্বপূর্ণ। ওখানে আমাদের সেরা দলটিই খেলবে।’ ওই সিরিজ সামনে রেখে ১৫ মে থেকে শুরু হচ্ছে অনুশীলন শিবির।

যে শিবিরে ডাকা হচ্ছে ২৩ জনকে। সেখানেও শীর্ষ খেলোয়াড়দের সবাইকেই ডাকা হচ্ছে। ডাক পাচ্ছেন চন্দিকা হাতুরাসিংহের সময়ে সীমিত ওভারের ক্রিকেটে বিবেচনার একদম বাইরে চলে যাওয়া মমিনুল হকও। আর গত বছরই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানানো মাশরাফি বিন মর্তুজার টেস্ট প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে ইদানীং নিয়মিতই প্রশ্নের জবাব দিতে হচ্ছে মিনহাজুলকে। প্রধান নির্বাচক অবশ্য আশা করেন মাশরাফি টি-টোয়েন্টিতে ফিরবেন।

 শ্রীলঙ্কায় ত্রিদেশীয় নিদাহাস ট্রফির আগেও ২০ ওভারের ক্রিকেটে না ফেরার সিদ্ধান্তে অটল থেকেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তবু কাল মিনহাজুল বললেন, ‘মাশরাফি যদি টেস্ট খেলতে চায়, তাহলে খেলবে। কিন্তু আমরা চাচ্ছি, ও টি-টোয়েন্টিতে ফিরুক। কারণ ওখানেই ওকে আমাদের বেশি দরকার।’
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে