সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮, ১১:২৭:০৩

বর্ষ সেরার পুরস্কার পেয়ে যা বললেন সালাহ

বর্ষ সেরার পুরস্কার পেয়ে যা বললেন সালাহ

স্পোর্টস ডেস্ক: প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন লিভারপুলের মিশরীয় ফুটবলার মোহাম্মদ সালাহ। আগে জানা গিয়েছিল এই কথা শুধু ঘোষনার অপেক্ষায় ছিল। রোনালদো শিয়ারার কে ছুয়ে ফেলেছেন এই ফুটবলার এক সর্বচ্চ গোল করে সোনার বূটের দাবিদার ও হচ্ছেন এই মোহাম্মদ সালাহ।

গতকাল রোববার সংগঠনের সদস্যদের ভোটে প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন তিনি। ইতালির রোমা ছেড়ে গত বছর লিভারপুলে পাড়ি জমান এই ২৫ বয়সী স্ট্রাইকার। এই  মৌসুমে যেন গোল উৎসবে মেতে উঠেছেন। এখন পর্যন্ত তিনি করেছেন ৩৩।

টি গোল। লিভারপুলের ৭ম এবং প্রথম মিশরীয় হিসাবে তিনি এই কৃতি অর্জন করলেন। পুরস্কার হাতে নেবার পর উচ্ছ্বসিত সালাহ বলেন, এটা অনেক বড় একটি সম্মান। আমি কঠোর পরিশ্রম করেছি এবং এটা জিততে পেরে খুবই খুশি। আমি খুবই গর্বিত। প্রিমিয়ার লিগের বর্ষ সেরা হতে পারা টা বেশ ভাগ্যের ব্যাপার ও বড় সম্মানের।

২০১৪ থেকে ১৬ পর্যন্ত ইংলিশ ক্লাব চেলসিতে খেলেছিলেন তিনি ।তব এতখন তেমন সাফল্য পাননি তিনি। সেই স্বরন করে সালাহ বলেন, ‘প্রিমিয়ার লিগে আমি সবসময় সফল হতে চেষ্টা করতাম । চেলসির হয়ে আমি সে সুযোগ পাইনি। এরপর যখন আমি প্রিমিয়ার লিগ ছেড়ে চলে যাই, তখনই ফিরে আসার ব্যাপারে নিশ্চিত ছিলাম। আমি মনে করি, আমি এখন ভিন্ন ব্যক্তি, ভিন্ন মানুষ এবং ভিন্ন খেলোয়াড়।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে