সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮, ১১:২৯:২৭

হুংকার দিয়ে দিল্লিকে যে বার্তা দিল ভয়ঙ্কর গেইল

হুংকার দিয়ে দিল্লিকে যে বার্তা দিল ভয়ঙ্কর গেইল

স্পোর্টস ডেস্ক: আজকেও কি আবার আমরা শুনতে পাব আমাকে চিনে রাখুন ।আমি ক্রিস গেইল ।আমি ফুরিয়ে যায়নি শেষ ও হয়ে যায়নি। হুংকার দিয়ে দিল্লিকে বার্তা দিল ভয়ঙ্কর গেইল। অভিমানের সুরে আইপিএল এর ১১ তম আসরে প্রথম সেঞ্চুরি করে যা বলেছিলেন ক্রিস গেইল। বোঝা গিয়েছিওল কটা তার অভিমান হয়েছিল আইপিএল এর প্রতি।

আজ আবার সেই ক্রিস গেইল মাঠে নামছে বাংলাদেশ সময় তার সাড়ে ৮টায় দিল্লি ডেয়ারডেভিলস এর বিরুদ্ধে। তবে মাঠে নামার আগেই হুংকার দিয় যা বললেন ক্রিস গেইল,হারশাল প্যাটেল -ট্রেন্ট বোল্ট কে আজ আজ রশিদ খানের অবস্থাতেই ফেলাবেন তিনি।

আজ কে কে থাকছেন দিল্লি ডেয়ারডেভিলস ও কিংস ইলেভেন পাঞ্জাব দলে
দিল্লি ডেয়ারডেভিলস: ১. জেসন রায়, ২ গৌতম গম্ভীর (অধিনায়ক), ৩. শ্রেয়াশ আয়ার, 4 রিশাব প্যান্ট , ৫. গ্লেন ম্যাক্সওয়েল, ৬. বিজয় শংকর, ৬. ক্রিস মরিস, ৮. রাহুল তায়াতিয়া, ৯. শাহবাজ নাদি্ম, ১০, হারশাল প্যাটেল ও ১১. ট্রেন্ট বোল্ট।

কিংস ইলেভেন পাঞ্জাব: ১.কিলো রাহুল, ২. ক্রিস গেইল, ৩. মায়াঙ্ক আগরওয়াল, ৪. করুনা নায়ার, ৫. অ্যারন ফিঞ্চ, ৬. যুবরাজ সিং, ৭. অশ্বিন, ৮. মুজিবুর রহমান, ৯. এন্ড্রু টাই, ১০. বারিন্ডেন সেরান, ১১.মোহিত শর্মা ।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে