সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮, ০৭:৫৭:১৩

‘নো বল’ নিয়ে ম্যাচ রেফারির কাছে হায়দ্রাবাদ কর্তৃপক্ষ

‘নো বল’ নিয়ে ম্যাচ রেফারির কাছে হায়দ্রাবাদ কর্তৃপক্ষ

স্পোর্টস ডেস্ক: চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বাজে আম্পায়ারিং নিয়ে ক্ষুদ্ধ সানরাইজার্স হায়দ্রাবাদ। গতকাল রবিবার (২২ এপ্রিল) চেন্নাইয়ের বিপক্ষে মাত্র ৪ রানে হেরে যায় তারা। আর সেই ম্যাচে একটি নো বল হওয়া সত্ত্বেও তা দেয়নি থার্ড আম্পায়ার বিনিত কুলকার্নি। আর তাই এ নিয়ে ম্যাচ রেফারি সুনীল চর্তুবেদীর সঙ্গে দেখা করেন হায়দ্রাবাদ টিম ম্যানেজার।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮২ রান করে চেন্নাই। ১৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অধিনায়ক উইলিয়ামসনের ৮৪, ইউসুফ পাঠানের ৪৫ রানে ভর করে শেষ পর্যন্ত ৪ রানে হারতে হয় তাদের। তবে ঘটনাটি ঘটে ম্যাচের ১৮তম ওভারে।

সেই ওভারে বল করতে আসেন চেন্নাই পেসার শার্দুল ঠাকুর। তার করা দ্বিতীয় বলটি অধিনায়ক উইলিয়ামসনের বুকের উপরের উচ্চতার হওয়া সত্বেও থার্ড আম্পায়ার বিনিত কুলকার্নি সেটিকে নো বল দেননি। এমনকি তিনি ফোর্থ আম্পায়ারের কাছে মত নেওয়ারও প্রয়োজন মনে করেননি।

কিন্তু টিভি ক্যামেরাই দেখা যায় শার্দুলের করা বলটির উচ্চতা নো বলের সীমা অতিক্রম করেছে। আর সেই বল যদি নো বল হত তাহলে বাড়তি এক রানের সঙ্গে একটি ফ্রি হিট পেতেন অধিনায়ক উইলিয়ামসন। ফর্মে থাকা উইলিয়ামসনের ব্যাটে হয়তো ম্যাচের ফলাফল ভিন্ন হতেই পারতো। আর তাই এই বিষয়টি নিয়ে সোচ্চার হওয়ার পাশাপাশি ম্যাচ রেফারির কাছে গেলেন হায়দ্রাবাদ কর্তৃপক্ষ।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে