সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮, ০৮:৫২:৫৩

পাকিস্তান-জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা চূড়ান্ত সূচি প্রকাশ

পাকিস্তান-জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা চূড়ান্ত সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক: এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে জিম্বাবুয়ে, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এবছরের সেপ্টেম্বর থেকে এ সফর শুরু হয়ে চলবে ২০১৯ সালের মার্চ পর্যন্ত। আর এ সময় জিম্বাবুয়ে, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে সব মিলিয়ে ৫টি টেস্ট, ১৩টি ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি খেলবে দক্ষিণ আফ্রিকা।

আজ সোমবার (২৩ এপ্রিল) এমনটি জানিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। আর এই সফর চলবে অক্টোবর পর্যন্ত।

এরপর পাকিস্তানের বিপক্ষে ৩টি টেস্ট, ৫টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলবে দক্ষিণ আফ্রিকা। এই সফর ডিসেম্বরে শুরু হয়ে চলবে ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর দক্ষিণ আফ্রিকা সফর করবে শ্রীলঙ্কা। লঙ্কানদের বিপক্ষে ২টি টেস্ট, ৫টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলবে দক্ষিণ আফ্রিকা।

সফরের সূচি-
জিম্বাবুয়ে সফর (২০১৮)
৩০ সেপ্টেম্বর: প্রথম ওডিআই (কিমবেয়ালি)
৩ অক্টোবর: দ্বিতীয় ওডিআই (ব্লোয়েমফন্টেইন)
৬ অক্টোবর: তৃতীয় ওডিআই (পার্ল)
৯ অক্টোবর: প্রথম টি-২০ (ইস্ট লন্ডন)
১২ অক্টোবর: দ্বিতীয় টি-২০ (পচেফস্টুম)
১৪ অক্টোবর: তৃতীয় টি-২০ (বেননি)

পাকিস্তান সফর (২০১৮-১৯)
১৯ ডিসেম্বর: তিন দিনের সফর ম্যাচ বনাম সাউথ আফ্রিকা আমন্ত্রিত একাদশ (বেননি)
২৬ ডিসেম্বর: প্রথম টেস্ট (সেঞ্চুরিয়ন)
৩ জানুয়ারি: দ্বিতীয় টেস্ট (কেপটাউন)
১১ জানুয়ারি: তৃতীয় টেস্ট (জোহানেসবার্গ)
১৯ জানুয়ারি: প্রথম ওডিআই (পোর্ট এলিজাবেথ)
২২ জানুয়ারি: দ্বিতীয় ওডিআই (ডারবান)
২৫ জানুয়ারি: তৃতীয় ওডিআই (সেঞ্চুরিয়ন)
২৭ জানুয়ারি: চতুর্থ ওডিআই (জোহানেসবার্গ)
৩০ জানুয়ারি: পঞ্চম ওডিআই (কেপটাউন)
১ ফেব্রুয়ারি: প্রথম টি-২০ (কেপটাউন)
৩ ফেব্রুয়ারি: দ্বিতীয় টি-২০ (জোহানেসবার্গ)
৬ ফেব্রুয়ারি: তৃতীয় টি-২০ (সেঞ্চুরিয়ন)

শ্রীলঙ্কা সফর (২০১৯)
১৩ ফেব্রুয়ারি: প্রথম টেস্ট (ডারবান)
২১ ফেব্রুয়ারি: দ্বিতীয় টেস্ট (পোর্ট এলিজাবেথ)
২৪ ফেব্রুয়ারি: একদিনের সফর ম্যাচ বনাম সাউথ আফ্রিকা আমন্ত্রিত একাদশ (বেননি)
৩ মার্চ: প্রথম ওডিআই (জোহানেসবার্গ)
৬ মার্চ: দ্বিতীয় ওডিআই (সেঞ্চুরিয়ন)
১০ মার্চ: তৃতীয় ওডিআই (ডারবান)
১৩ মার্চ: চতুর্থ ওডিআই (পোর্ট এলিজাবেথ)
১৬ মার্চ: পঞ্চম ওয়ানডে (কেপটাউন)
১৯ মার্চ: প্রথম টি-২০ (কেপটাউন)
২২ মার্চ: দ্বিতীয় টি-২০ (সেঞ্চুরিয়ন)
২৪ মার্চ: তৃতীয় টি-২০ (জোহানেসবার্গ)
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে