সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮, ০৯:২১:২১

যে কারণে ম্যাচ রেফারির সঙ্গে দেখা করল হায়দ্রাবাদের ম্যানেজার!

যে কারণে ম্যাচ রেফারির সঙ্গে দেখা করল হায়দ্রাবাদের ম্যানেজার!

স্পোর্টস ডেস্ক: আইপিএলে বাজে আম্পায়ারিং নিয়ে ক্ষুদ্ধ সানরাইজার্সরা। রোববার চেন্নাই সুপার কিংসদের সঙ্গে ম্যাচে লড়াই করেও ৪ রানে হেরেছে কেন উইলিয়ামসের দল। ম্যাচটিতে একটি নিশ্চিত নো বল দেননি থার্ড আম্পায়ার বিনিত কুলকার্নি। ম্যাচের পর বিষয়টি নিয়ে ম্যাচ রেফারি সুনীল চর্তুবেদীর সঙ্গে দেখা করেন সানরাইজার্স হায়দরাবাদের টিম ম্যানেজার।

রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ব্যাট করে সানরাইজার্সদের সামনে ১৮৩ রানের লক্ষ্য রাখে চেন্নাই। এই রান তাড়া করতে নেমে অধিনায়ক কেন উইলিয়ামস ও ইউসুফ পাঠানের ব্যাটে ১৮ ওভার শেষে ১৫০ রান তোলে সানরাইজার্সরা। আঠারো নম্বর ওভারটিতে বল করতে আসেন চেন্নাই পেসার শার্দুল ঠাকুর।

তার দ্বিতীয় বলটি কেন উইলিয়ামসের বুকের উপরের উচ্চতার হওয়া সত্ত্বে থার্ড আম্পায়ার বিনিত কুলকার্নি ‘নো বল’ ঘোষণা করেননি। সুযোগ থাকলেও ফোর্থ আম্পায়ারের কাছে মত নেওয়ারও প্রয়োজন অনুভব করেননি কুলকার্নি। অথচ টিভি ক্যামেরাই বারবার ধরা পড়ছিল শার্দুলের করা বলটির উচ্চতা ‘নো বলের’ সীমা অতিক্রম করেছে।

চেন্নাইয়ের সঙ্গে ম্যাচটিতে মাত্র চার রানে হেরেছে হায়দরাবাদ সানরাইজার্স। শার্দুলের বলটিকে যদি আম্পায়ার নো বল ঘোষণা করতেন সেক্ষেত্রে একটি বাড়তি রান পাওয়ার সঙ্গেই ফ্রি হিট পেতেন ফর্মে থাকা কেন উইলিয়ামস। এবং সেক্ষেত্রে ম্যাচের ফলাফল অন্য রকম হওয়ার সুযোগ ছিল। তাই বিষয়টি নিয়ে সোচ্চার হওয়ার সঙ্গেই ম্যাচ রেফারির কাছে দরবার করেছেন সানরাইজার্স হায়দরাবাদ কর্তৃপক্ষ।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে