সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮, ১০:৪২:১৮

যে কারণে আইপিএল-বিপিএল থেকে আলাদা ন্যাটওয়েস্ট

যে কারণে আইপিএল-বিপিএল থেকে আলাদা ন্যাটওয়েস্ট

স্পোর্টস ডেস্ক: বিশ্বব্যাপী ফ্রেঞ্চাইজি ক্রিকেট রাজ্যত্ব করে গেলেও সবচেয়ে বেশি আলাদা ন্যাটয়েস্ট ক্রিকেট লীগ। আর এই লীগগুলোর চেয়ে ন্যাটওয়েস্ট আলাদা মালিকানার দিক দিয়েই।

আইপিএল, বিগ ব্যাশ, বিপিএল, সিপিএল, পিসিএলের সাথে ইংল্যান্ডের ন্যাটওয়েস্ট/ভাইটালিটি টিটুয়েন্টি ব্লাস্ট-এর মৌলিক একটা পার্থক্য আছে। আর তা হচ্ছে ন্যাটওয়েস্ট/ভাইটালিটিতে কাউন্টি দলগুলোই খেলে, আলাদা ফ্র্যাঞ্চাইজ নয়। ফলে পুরোদস্তুর পাউন্ডের ঝলসানিতে পরিণত হতে পারে নি এই প্রতিযোগিতাটা। আর এই কারনেই আইপিএল-বিপিএল থেকে আলাদা ন্যাটওয়েস্ট ক্রিকেট লীগ।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে