সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮, ১১:০৬:৪০

ওয়ানডে ম্যাচে ১০ ওভারেরও বেশি বল করেছিলেন রফিক!

ওয়ানডে ম্যাচে ১০ ওভারেরও বেশি বল করেছিলেন রফিক!

স্পোর্টস ডেস্ক: আম্পায়ার হিসাব ভুলে যাওয়ায় ৫ কিংবা ৭ বলে ওভার দেওয়ার ঘটনা তো অহরহ ঘটে। এমনকি আন্তর্জাতিক ক্রিকেটেও আছে এমন নজির। একই বোলার টানা ২ ওভার বোলিং করার মতো অবিশ্বাস্য ঘটনাও ঘটেছে ক্রিকেট ইতিহাসে! তাও একবার নয় দুবার! কিন্তু বোলিং কোটা শেষ হয়ে যাবার পরও বোলিং করে যাওয়ার মত হাস্যকর ঘটনার কথা শুনেছেন কখনও?

২০০৪ এশিয়া কাপে আম্পায়ারের ভুলে এমন অদ্ভুত এক কান্ডই ঘটিয়েছিলেন বাংলাদেশের সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিক! হংকংয়ের বিরুদ্ধে। ৫০ ওভারের ম্যাচে তিনি বোলিং করেছিলেন নির্ধারিত কোটা ১০ ওভারের বেশি! কলম্বোতে নিজের দ্বিতীয় ও হংকংয়ের শেষ উইকেটটি তিনি নিয়েছিলেন ১১তম ওভারে! ম্যাচে তাঁর বোলিং ফিগার ছিল ১০.২-৩-২১-২!

তবে এইখানে সম্পুর্ন দোষ যে আম্পায়রের ছিলো সেটা বলাও ঠিক না। সেদিন স্কোরবোর্ডেও ১ ওভার কম দেখানো হয়েছিলো রফিকের।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে