সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮, ১১:১৫:০৩

আর্জেন্টিনা দল গঠনে হাত থাকবে মেসির

আর্জেন্টিনা দল গঠনে হাত থাকবে মেসির

স্পোর্টস ডেস্ক: সামনেই বিশ্বকাপ। আর বিশ্বকাপ উপলক্ষে আগামী ১৪ মে ৩৫ সদস্যের প্রাথমিক দল ঘোষনা করবে আর্জেন্টিনা কোচ সাম্পাওলি। আর সেই দল ঘোষনায় সাম্পাওলির সাথে সাথে হাত থাকবে লিওনেল মেসির। এমনটাই জানা গেছে এবার।

সম্প্রতি আর্জেন্টিনা কোচ সাম্পাওলি বিভিন্ন দেশে ভ্রমন শুরু করেছেন নিজ নিজ খেলোয়ারদের দেখার জন্য। এরই মধ্যে ইতালিতে ইকার্দি, দিবালা, হিগুইনদেরও খেলা দেখেছেন। ভ্রমন করবেন যেখানে আর্জেন্টিনার খেলোয়াররা আছে সেখানেই। তবে মেসির কাছ যখন যাবেন তখন সেটা শুধু ভ্রমন বা দেখার মধ্যেই সীমাবদ্ধ থাকবেনা। হবে আরো অনেক কিছুই। আর সেই অনেক কিছুর মধ্যে আছে খেলোয়ার নির্বাচন।

গত মাসে সাম্পাওলি ঈঙ্গিত দিয়েছিলেন, আর্জেন্টিনা দলের জন্য মেসি অনেক গুরুত্বপূর্ণ। তিনি এবং মেসি দুইজনই দলটাকে নিজের মনে করেন। দল গঠণে মেসির মতামতকে গুরুত্ব দেয়ার পেছনে এ কারণগুলোই কাজ করছে। আর এমন কথায় নিশ্চই খুশি হবেন আর্জেন্টিনা ভক্তরা। কারন, মেসিকে নিয়ে যে দলটাই গঠন করবে সাম্পাওলি, নিশ্চই সেরা দলটাই হবে।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে