মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮, ০৯:৪৭:৪৬

মুস্তাফিজদের দুর্দান্ত বোলিংয়ের সামনে অসহায় সাকিবরা, খেলাটির লাইভ দেখুন এখানে

মুস্তাফিজদের দুর্দান্ত বোলিংয়ের সামনে অসহায় সাকিবরা, খেলাটির লাইভ দেখুন এখানে

স্পোর্টস ডেস্ক: ওয়াংখেড়েতে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের ২৩তম ম্যাচে মুখোমুখি হয়েছে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দ্রাবাদ এবং মুস্তাফিজুর রহমানের মুম্বাই ইন্ডিয়ান্স। ইতিমধ্যে ম্যাচটিতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মুম্বাই দলপতি রোহিত শর্মা।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি হায়দ্রাবাদের। তারা দলীয় ২০ রান ওপেনার শিখর ধাওয়ানকে হারায়। এই ওপেনার মাত্র ৫ রান করে ম্যাকক্লেনাগানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন। একই ওভারে ঋদ্ধিমান সাহা কোনো রান না করেই ইশান কিশানকে ক্যাচ দিয়ে ফিরেছেন।

উইলিয়ামসন মনিষ পান্ডেকে সঙ্গে নিয়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। মনিষ ১৬ রান করে হার্দিক পান্ডিয়ার বলে রোহিত শর্মার হাতে ক্যাচ দিলে আবারও চাপে পড়ে হায়দ্রাবাদ। এরপর উইলিয়ামসনের সঙ্গে যোগ দেন সাকিব।কিন্তু এই ম্যাচে দুর্ভাগ্যজনক ভাবে মাত্র ২ রান করে রান আউট হয়ে সাজঘরে ফিরেছেন।

এখন পর্যন্ত পাঁচ ম্যাচের মধ্যে মাত্র ১টিতে জয়ের দেখা পেয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ানন্স। তবে অবাক করা বিষয় হলো পয়েন্ট টেবিলের প্রায় তলানিতে থাকলেও অন্তত তিনটি দলের থেকে বেশি রান রেট মুম্বাইয়ের।

অন্যদিকে নিজেদের প্রথম তিন ম্যাচে জিতলেও পরের দুই ম্যাচে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিবদের। তাই আজকের জয়ের ধারায় ফিরতেই মাঠে নামবে সাকিবরা। গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বাই একাদশে কোনো পরিবর্তন না আসলেও হায়দ্রাবাদ একাদশে বেশ কয়েকটি পরিবর্তন এসেছে।

এছাড়া দীপক হুদার জায়গায় একাদশে আছেন বেসল থাম্পি। অন্যদিকে অজি ফাস্ট বোলার বিলি স্ট্যানলেককে পাচ্ছেনা সাকিবরা। তার জায়গায় খেলছেন আফগান তারকা মোহাম্মদ নবী।

মুম্বাই ইন্ডিয়ান্স একাদশ-

সুরিয়াকুমার যাদব, এভিন লুইস, ইশান কিশান (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া, মিচেল ম্যাক্লেনেগান, মায়াঙ্ক মারকান্দে, জাসপ্রিত বুমরাহ, মুস্তাফিজুর রহমান।

সানরাইজার্স হায়দ্রাবাদ একাদশ –

শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন (অধিনায়ক), মনিষ পান্ডে, সাকিব আল হাসান, বেসল থাম্পি, শচীন বেবি, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রশিদ খান, মোহাম্মদ নবী, সন্দ্বীপ শর্মা, সিদ্ধার্থ কউল।

স্কোর কার্ড
সানরাইজার্স হায়দ্রাবাদ – ৮২/৫

ওভার – ১০

শিখর ধাওয়ান – ৫ রান ৬ বল (আউট)

কেন উইলিয়ামসন – ২৩ রান ১৬ বল (আউট)

রিদ্ধিমান সাহা -০রান ২ বল (আউট)

মনিস পান্ডে -৬ রান ৩ বল (আউট)

সাকিব আল হাসান -২ রান ৩ বল (আউট)

ইউসুফ পাঠান- ৭ রান ১০ বল *

মোহাম্মদ নবী – ১২ রান ৬ বল *

খেলাটি লাইভ দেখুন এখানে ক্লিক করে
এমটি নিউজ/এপি/ডিসি

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে