বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮, ০৮:১৭:৫৭

‘বিশেষ কোচ’ খুজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

‘বিশেষ কোচ’ খুজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক: বিশেষ কোচের খোজ করছে বিসিবি এমনটাই ইঙ্গিত দিয়েছেন হাই পারফর্মেন্স (এইচপি) চেয়ারম্যান ও সাবেক কাপ্তান নাইমুর রহমান দুর্জয় ।

গতবছরে এইচপি কাপে ‘বিশেষ কোচ’ দিয়ে সফলতার পাবার পর এবারো এমন বিশেষ কোচের ব্যবস্থা করা হবে। তবে এবার লঙ্কান চম্পাকা রামানায়েকে থাকলেও আলাদা করে বিশেষ কাউকে খুঁজছে বিসিবি।

গত বছর এইচপি ক্যাম্পে পেসারদের জন্য আলাদা করে সাবেক পাকিস্তানি পেসার আকিব জাভেদকে আনা হয়েছিল। এবারো আসবে বলে সাবেক কাপ্তান বলেছেন ”এবারও থাকবে। আজকে সেটা নিয়েও আলাপ আলোচনা হয়েছে। পেস বোলারদের বিশেষ কোচ যেমন গতবার আকিব জাভেদ আসছিলেন। এখন চম্বাকা আছে। সেজন্য পেস বোলিংয়ে দরকার হবে না। অন্য এরিয়ায় স্পিন বোলিং আনা হতে পারে।”

তবে এবার বোলিং কোচ নয় ব্যাটিং এর উপর গুরুত্ব দিয়ে ব্যাটিং বিশেষ কোচের কথা বলছেন তিনি।

এ সম্পর্কে তিনি বলেন, ‘সায়মন নিজেও ব্যাটিং কোচ। তারপরও একজন ভালো ব্যাটসম্যানের অভিজ্ঞতা যদি আমরা শেয়ার করতে পারি তাহলে প্লেয়ার মধ্যে…সেটাও চিন্তায় আছে। এখন যাদেরকে আমরা টার্গেট করেছি তাদের অ্যাভেইলেবেলিটি। এটা খুঁজব আগে।’
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে