বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮, ০৯:২১:৫৯

জোড়া মাইলফলক গড়তে পেরে এবার যা বললেন সাকিব

জোড়া মাইলফলক গড়তে পেরে এবার যা বললেন সাকিব

স্পোর্টস ডেস্ক: চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গতকাল মুম্বাই-হায়দ্রাবাদ ম্যাচে দারুণ এক রেকর্ড গড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দুই ম্যাচ অপেক্ষার পর তৃতীয় ম্যাচে এসে পেলেন সেই কাঙ্ক্ষিত উইকেটের দেখা পাওয়ার সাথে সাথে গড়লেন ৩০০ উইকেটের রেকর্ড। মুম্বাই অধিনায়ক রোহিত শর্মাকে স্লিপে শিখর ধাওয়ানের তালুবন্দী করে টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০০ রানের পাশাপাশি ৩০০ উইকেটের মালিক হলেন তিনি।

এ রেকর্ডে তার উপরে কেবল রয়েছে ক্যারিবিয়ান তারকা ডোয়াইন ব্রাভো। অন্যদিকে টি-টোয়েন্টিতে শুধু ৩০০ উইকেট নেওয়ার তালিকায় সাকিব পঞ্চম। এর আগে চার সদস্য হলেন, ডোয়াইন ব্র্যাভো, সুনিল নারিন, শহিদ আফ্রিদি এবং লাসিথ মালিঙ্গা।

দারুণ এই মাইলফলক স্পর্শ করতে পেরে এবার সাকিব বলেন, ‘রেকর্ডকে শুরুর দিকেই রাখব। আন্তর্জাতিক ক্রিকেটের অনেক অর্জন অবশ্যই অনেক বড়। তবে এটিও বড়। বারবার যেটি বলছি, নিজেরই অবাক লাগছে। টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০ উইকেট বা ৪ হাজার রান আলাদা করেই বড় ব্যাপার। দুটি একসঙ্গে করা অবশ্যই দারুণ কিছু।’

তবে এই রেকর্ডটি কবে স্পর্শ তা নিয়ে ভাবছিলেন তিনি। বলেন, ‘আমারও কাল থেকে এটিই মনে হচ্ছে। টি-টোয়েন্টিতে উইকেট তো বেশি পাওয়া যায় না। চার ওভার বোলিংয়ের ক্রিকেটে ৩০০ উইকেট মানে অনেক উইকেট। ভালো লাগছে তো বটেই। অবাকও লাগছে। নিজেও বুঝলাম না কিভাবে ৩০০ উইকেট হয়ে গেল! সত্যি বলতে, এখন হয়তো এসবের মাহাত্ম্য পুরো বুঝতেও পারব না। আশা করি আরও অনেক দিন খেলব। সব ঠিক থাকলে হয়তো আরও রান করব, উইকেট নেব। ক্যারিয়ার শেষে হয়ত যখন পেছন ফিরে তাকাব, তখন এইসব অর্জনের ওজন আরও ভালো করে বুঝতে পারব। তখন আরও বেশি গর্ব হবে।’
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে