বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮, ১০:০৭:২২

দিল্লির নেতৃত্ব ছাড়ার পরপরেই নতুন এক সিদ্ধান্ত নিল গাম্ভীর

দিল্লির নেতৃত্ব ছাড়ার পরপরেই নতুন এক সিদ্ধান্ত নিল গাম্ভীর

স্পোর্টস ডেস্ক: চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তুলনামূলক দল গঠন করলেও ভালো পজিশনে নেই দিল্লি ডেয়ারডেভিলস। আইপিএলের এই আসরে ছয় ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়ে পয়েন্ট টেবিলের নিচেই অবস্থান করছে দলটি। আর এই ব্যর্থতার জন্যই এবার দলের নেতৃত্ব ছেড়ে দিলেন সাবেক কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীর।

তবে মজার ব্যাপার হল, সাবেক দলের মুখোমুখি হবার আগেই এই সিদ্ধান্ত নিয়েছেন গম্ভীর। আগামী (২৭ এপ্রিল) শুক্রবার ফিরোজ শাহ কোটলায় আবারো কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে দিল্লি ডেয়ারডেভিলস। আর সেই ম্যাচে দিল্লিকে নেতৃত্ব দেবেন শ্রেয়স আয়ার। মূলত গম্ভীর নেতৃত্ব ছেড়ে দেবার পরপরই ২৩ বছর বয়সী ডানহাতি এই ব্যাটসম্যানকে নেতৃত্ব তুলে দিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস টিম ম্যানেজমেন্ট।

দিল্লির নেতৃত্ব ছাড়ার পরপরই প্রায় ২ কোটি ৮০ লক্ষ ভারতীয় রুপি ক্ষতির সম্মুখীন হবেন গম্ভীর। কারণ দিল্লির হয়ে বাকি ম্যাচগুলো ফ্রি’তেই খেলবেন তিনি। এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক দিল্লির এক কর্মকর্তা স্থানীয় সংবাদ মাধ্যমে বলেন, ‘গৌতম সিদ্ধান্ত নিয়েছে, সেই ফ্র্যাঞ্চাইজি থেকে কোনো টাকা নেবে না আর। আইপিএলের বাকি ম্যাচগুলো সে ফ্রিতেই খেলে যাবে। সে এমন একজন খেলোয়াড়, যার কাছে আত্মসম্মানই সবার আগে। সে অনেক আগে থেকেই নিয়মিত পারফরমার। সে কোনো টাকা নিতে চায় না এবং এটি তার একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত।’
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে