বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮, ১০:৩২:৩৭

যে কারণে চেন্নাইয়ের পতাকা নিয়ে মাঠে ঢুকতে পারেননি সারাভানান

যে কারণে চেন্নাইয়ের পতাকা নিয়ে মাঠে ঢুকতে পারেননি সারাভানান

স্পোর্টস ডেস্ক: চেন্নাইয়ের ডাই হার্ড ফ্যান ছিলেন সেই সারাভানান হরি। চেন্নাইয়ের ম্যাচে প্রত্যেকদিনেই চেন্নাইয়ের পতাকা নিয়ে মাঠে দেখা যায় তাকে। কিন্তু আজ ব্যাঙ্গালুরুর ম্যাচে তাকে ঢুকতেই দেওয়া হয়নি মাঠে।

নিজের পুরো শরীরে চেন্নাইয়ের জার্সির মতো করে রঙ করে চেন্নাইয়ের সকল ম্যাচে মাঠে থাকেন হরি। কিন্তু কখনো কোনো স্টেডিয়ামে তাকে এমন বাধার সম্মুখীন হতে হয়নি।

ব্যাঙ্গালুরুর মাঠে নিজ দলের পতাকা নিয়ে প্রবেশ করার পথে থামিয়ে দেয়া হয় হরিকে। পরে পতাকাটি বাইরে রেখে আসলে ঢুকতে দেয়া হয় তাকে। চিন্নাস্বামী স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীরা জানিয়েছে, নিরাপত্তার খাতিরেই পতাকা নিয়ে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

তবে এতোদিন ধরে নিঃস্বার্থ সমর্থন দিয়ে সকলের আস্থার পাত্রে পরিণত হয়েছেন সারাভানান হরি। তাকেও কিনা পতাকা বহন করতে দেয়া হয়নি! সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় এই খবর ছড়িয়ে পড়লে সমালোচনায় জর্জরিত হতে থাকে ব্যাঙ্গালুরুর স্টেডিয়াম পাড়া।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে