বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮, ০৯:০৪:১১

আইপিএলে সমানতালে ঝড় তুললেন ডি কক-ভিলিয়ার্স

আইপিএলে সমানতালে ঝড় তুললেন ডি কক-ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ দিনের একমাত্র ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ফলে, জিততে হলে চেন্নাই সুপার কিংসকে করতে হবে ২০৬ রান। আইপিএলে সমানতালে ঝড় তুললেন ডি কক-ভিলিয়ার্স।

বুধবার ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পক্ষে ৩৭ বল খেলে ৫৩ রান করেন ওপেনার কুইন্টন ডি কক। ৩০ বল খেলে ৬৮ রান করেন এবি ডি ভিলিয়ার্স। এই রান করার পথে তিনি দুইটি চার মারেন ও আটটি ছক্কা হাঁকান। চেন্নাই সুপার কিংসের পক্ষে শারদুল ঠাকুর ২টি, ইমরান তাহির ২টি ও ডোয়াইন ব্রাভো ২টি করে উইকেট নেন।

দুই দলই আজ তাদের ষষ্ঠ ম্যাচ খেলতে নেমেছে। এর আগে পাঁচটি ম্যাচ খেলে চারটিতে জিতেছে চেন্নাই সুপার কিংস। পয়েন্ট টেবিলে তারা এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে। অন্যদিকে, পাঁচ ম্যাচ খেলে দুইটিতে জিতে ষষ্ঠ অবস্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।   

সংক্ষিপ্ত স্কোর

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ইনিংস: ২০৫/৮ (২০ ওভার)
(কুইন্টন ডি কক ৫৩, বিরাট কোহলি ১৮, এবি ডি ভিলিয়ার্স ৬৮, কোরি অ্যান্ডারসন ২, মন্দ্বীপ সিং ৩২, কলিন ডি গ্র্যান্ডহোম ১১, পাওয়ান নেগি ১, ওয়াশিংটন সুন্দর ১৩, উমেশ যাদব ০, মোহাম্মদ সিরাজ ০*; দীপক চাহার ০/২০, শারদুল ঠাকুর ২/৪৬, হরভজন সিং ০/২৪, রবীন্দ্র জাদেজা ০/২২, শেন ওয়াটসন ০/২১, ইমরান তাহির ২/৩৫, ডোয়াইন ব্রাভো ২/৩৩)।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে