বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫, ১১:১৫:১১

আবারো ধাক্কা খেয়েছে চিটাগাং ভাইকিংস

আবারো ধাক্কা খেয়েছে চিটাগাং ভাইকিংস

স্পোর্টস ডেস্ক: চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরু থেকে এই পর্যন্ত টানা তিনটি ম্যাচ খেললেও মাত্র একটিতে জয় পেয়েছে চিটাগাংস ভাইকিংস। তাই বৃহস্পতিবার নিজেদের চতুর্থ ম্যাচে জয়ে চোখ রেখেই ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হয় তামিম ইকবালের দল। কিন্তু এই ম্যাচেও ধাক্কা খেয়েছে চিটাগং ভাইকিংস। আজ কুমার সাঙ্গাকারার দলে কাছে হারে ৬ উইকেটে। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও শেষপর্যন্ত শতরানের কোটাও ছুতে পারেনি চিটাগংয়ের ব্যাটসম্যানরা। শুরু থেকেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি। শেষ পর্যন্ত সেই বিপর্যয় থেকে বের হতে না পারায় নিজেদের ইনিংসকে দীর্ঘ করতে পারেনি নির্ধারিত ওভার শেষ হতে না হতেই মাত্র ৯২ রানে অলআউট হয়ে যায় তামিম বাহিনী। চিটাগাং ভাইকিংস দলের পক্ষে সবোচ্চ ২৯ রান করে অপরাজিত থাকেন নাঈম ইসলাম। এছাড়াও দ্বিতীয় সর্বোচ্চ রান করেন দিলশান। তিনি করেছেন ২০ রান। ঢাকা দলের পক্ষে তিনটি করে উইকেট দখল করে নিয়েছেন মুস্তাফিজ ও নাসির হোসেন। জবাবে ব্যাট করতে এসে সহজেই জয়ের বন্দরে পৌছে যায় ঢাকা ডায়নামাইটস। মাত্র ১৭ ওভার ১ বল খেলে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেন সাঙ্গা বাহিনী। দলের পক্ষে ৪৫ রান করেছেন সাদমান ইসলাম। এছাড়াও ২৩ করেছেন সৈকত আলি। চিটাগাং ভাইকিংসের হয়ে তিন নিয়েছেন নাঈম ইসলাম। ২৬ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে