মঙ্গলবার, ১৫ মে, ২০১৮, ০৮:৪৭:১৫

এক ‘রশিদ খান’ ম্যাচ জেতাতে পারবে না!

এক ‘রশিদ খান’ ম্যাচ জেতাতে পারবে না!

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের খুব একটা সময় বাকি নেই। এরই মধ্যে  রোববার থেকে ফিটনেস ক্যাম্প দিয়ে প্রস্তুতি নিতে শুরু করেছে টাইগাররা। তবে গতকাল ছিল ক্রিকেটারদের ছুটি। কিন্তু ঘরে বসে থাকেননি বেশির ভাগই। মুশফিকুর রহীম, তামিম ইকবাল, মুমিনুল হক, সাব্বির রহমান, ইমরুল কায়েস, সৌম্য সরকার, আরিফুল হকরা অনুশীলন করেছেন। তবে ফিটনেস নিয়ে নয় তারা ব্যাটিংয়ে মনোযোগী ছিলেন। এক ‘রশিদ খান’ ম্যাচ জেতাতে পারবে না!

মূলত আফগানদের বিপক্ষে ব্যাটিংটাও বড় চ্যালেঞ্জ হবে টাইগারদের। বিশেষ করে লেগ স্পিনার রশিদ খান নিয়ে এখনই চলছে নানা আলোচনা। এখনই জুজুর মতো আতঙ্ক ছড়াচ্ছে আফগান এ লেগি। দলের সেরা ব্যাটসম্যান মুশফিকুরও তাকে নিয়ে চিন্তার কথা জানিয়েছেন। সেই চিন্তা ছড়িয়ে গেছে দলের জুনিয়র ও নতুন আসা ক্রিকেটারদের মধ্যেও। ক্রিকেট বোদ্ধাদের মতে অতি রশিদ ভাবনা দলের জন্য চাপও হতে পারে। তবে রশিদকে নিয়ে ভাবনা থাকলেও আরিফুল হক তাকে চাপ মনে করেছে না। তিনি বলেন, ‘দেখেন  রশিদ খান ভালো বল করেন।

কিন্তু সেটি কিন্তু সব সময় করবেন তা নয়। তার চারটি ওভার আমাদের দেখে শুনে খেলতে হবে। যেমন তিনি যে জায়গাতে বল করেন সেখানে একটু জোরেও আসে আবার আস্তেও। আমরা যদি দেখে খেলি তার ওভারটা তাহলে বাকি ১৬ ওভার তো রয়েছে আমাদের জন্য। আসলে তাকে নিয়ে আলোচনা আমাদের জন্য চাপ নয়। এতে করে রশিদকে নিয়ে আমাদের পরিকল্পনা সহজ হচ্ছে। আরেকটা বিষয় এক রশিদ খান কিন্তু আফগানের ম্যাচ জিতিয়ে দিতে পারবে না। কিন্তু আমাদের ম্যাচ জিতিয়ে দেয়ার মতো অনেক ক্রিকেটার আছে।’

এ বছরই টি-টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ডার হিসেবেই অভিষেক হয়েছে আরিফুল হকের। সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু। দুই ম্যাচে চার বল খেলার সুযোগ হয়েছে তার। একটিতে থেকেছেন ১ রানে অপরাজিত অন্যটিতে ২ করেই আউট হয়েছেন। এরপর দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কার নিদাহাস ট্রফিতে দলে থাকলেও একাদশে একটি ম্যাচ খেলারও সুযোগ হয়নি। সম্ভাবনা রয়েছে আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও দলে থাকার। যেতে পারেন ওয়েস্ট ইন্ডিজ সফরেও। কিন্তু দলে সুযোগ একাদশে খেলার সুযোগ হবে তো?

তার খেলা ৬ ও ৭ নম্বর পজিশনটা বড়ই চ্যালেঞ্জের। যে কারণে মাঠের বাইরে থেকে উদাস দৃষ্টিতে তাকে তাকিয়ে থাকতে হয়। এতে কতটা হতাশ তিনি? আরিফুল বলেন, ‘হতাশ হই আবার হই না। চিন্তা করি হতাশ হয়ে কি লাভ! বরংচ চিন্তা করি তখন যদি আমার একাদশে সুযোগ হতো আমি কি করতে পারতাম? পরে যখন কোনো দিন খেলার সুযোগ হবে সেটি আমি কাজে লাগাবো। আমার লক্ষ্য একটাই যেদিন সুযোগ পাবো কাজে লাগাতে আর সেটি যেন দলের উপকারেই আসে।’
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে