বুধবার, ১৬ মে, ২০১৮, ১০:২২:৫৬

জাতীয় দলের স্পিন কোচ হিসাবে মোহাম্মদ রফিককে নিয়োগ দিচ্ছে বিসিবি

জাতীয় দলের স্পিন কোচ হিসাবে মোহাম্মদ রফিককে নিয়োগ দিচ্ছে বিসিবি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার মোহাম্মদ রফিক ফিরছেন বাংলাদেশ দলের সাথে। তবে স্পিন কোচ হয়ে ফিরছেন এই কিংবদন্তি ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে তাকে।

প্রস্তাবে সারা দিলে খুব দ্রুতই বিসিবির সাথে চুক্তি হতে যাচ্চে রফিকের। এ প্রস্তাবে বেশ খুশি এ কিংবদন্তি। তিনি বলেন,

‘অনেকদিন ধরেই এমন একটা প্রস্তাবের অপেক্ষায় ছিলাম।’

নিজেকে বাংলাদেশ ক্রিকেটের জন্য উজাড় করে দিতে প্রস্তত তিনি জানিয়ে বলেন, ‘এ দায়িত্ব কাধেঁ নিয়ে দেশকে ভালো কিছু দিতে চাই’।

বাংলাদেশকে বদলে দেওয়ার কারিগর গর্ডন গ্রিনিজের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে অন্যান্য সাবেক ক্রিকেটারদের সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক স্পিনার মোহাম্মাদ রফিকও। আর সেখানেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন রফিককে প্রস্তাব দিয়েছেন জাতীয় দলের স্পিন কোচ হওয়ার।


রফিকের মতে, তিনি আরও আগে আশা করেছিলেন এই ধরনের প্রস্তাবের কিন্তু দেরীতে আসলেও তাঁর নেই কোনো ক্ষোভ। এই দায়িত্ব কাঁধে নিয়ে দেশকে আরও কিছু দিতে চান এই এই বাহাতি স্পিনার। তৈরী করতে চান স্পিনারদের পাইপলাইন।

এদিকে জানা গেছে, খুব দ্রতই রফিকের সঙ্গে চুক্তি হওয়ার কথা বিসিবি। প্রাথমিকভাবে কাজের পরিধি হওয়ার কথা বিসিবি হাই পারফরম্যান্স ইউনিট এবং বয়সভিত্তিক দল।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে