সোমবার, ২১ মে, ২০১৮, ০৪:০৩:৪৮

আইপিএলে কে হবেন সেরা অল রাউন্ডার?

আইপিএলে কে হবেন সেরা অল রাউন্ডার?

স্পোর্টস ডেস্ক: শেষ হয়ে গিয়েছে চলতি আইপিএলের রাউন্ড রবিন লীগ পর্বের খেলা। ৫৬ ম্যাচ শেষে ১১তম আসরের প্লে-অফের চার দলকে পেয়েছে আইপিএল। আইপিএলে কে হবেন সেরা অল রাউন্ডার?

সানরাইজার্স হায়দ্রাবাদ, চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালসের মধ্যে হবে প্লে-অফের লড়াই। আর খেয়াল করলে দেখা যাবে এই চার দলেই অলরাউন্ডারদের ভুমিকা অনেক বেশী।

হায়দ্রাবাদে যেমন রয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। চেন্নাইয়ের হয়ে এবার আইপিএল মাতিয়েছেন ডোয়াইন ব্রাভো। ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস এবং জোফরা আর্চার ছিলেন রাজস্থান রয়্যালসের নিয়মিত সদস্য।

আর কলকাতার দুই কান্ডারি সুনিল নারাইন এবং আন্দ্রে রাসেল তো প্রত্যেক ম্যাচেই দলের হয়ে অবদান রাখেন। আর অলরাউন্ডারদের এই লড়াইয়ে সাকিব আল হাসানের সঙ্গে কেমন গেল বাকিদের আইপিএল এক নজরে দেখে নেয়া যাক।

সাকিব আল হাসান (সানরাইজার্স হায়দ্রাবাদ): কলকাতা ছেড়ে হায়দ্রাবাদে যোগ দেয়া এই অলরাউন্ডার চলতি বছর ছাড়িয়ে গিয়েছেন নিজের একটি রেকর্ডকে। এর আগে আইপিএলে সর্বোচ্চ ১২ উইকেট নিলেও এবার নিয়েছেন ১৩টি। বল হাতে দারুণ করলেও ব্যাটসম্যান সাকিব নিজেকে প্রমাণ করার তেমন সুযোগ পাননি। লোয়ার মিডেল অর্ডারে ব্যাট করা এই অলরাউন্ডার ১৪ ম্যাচে করেছেন ২২ গড়ে ১৭৬ রান।

বেন স্টোকস (রাজস্থান রয়্যালস): পর পর দুই আসরে বিদেশী ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দামী ক্রিকেটার ছিলেন বেন স্টোকস। এবারের আসরে তাকে বিপুল অর্থ দিয়ে দলে ভেড়ায় রাজস্থান রয়্যালস। কিন্তু সামর্থ্যের পঞ্চাশ ভাগও দিতে পারেননি এই অলরাউন্ডার। প্রতি ম্যাচেই ছিলেন একাদশে। কিন্তু এক ম্যাচেও ফিফটির দেখা পাননি। ১৩ ম্যাচে মাত্র ১৯৬ রান এসেছে তার ব্যাট থেকে। আর বল হাতে শিকার করেছেন মাত্র ৮ উইকেট।

জোফরা আর্চার (রাজস্থান রয়্যালস): নিলাম থেকে অনেক দাম দিয়ে এই অলরাউন্ডারকে দলে ভেড়ায় রাজস্থান রয়্যালস। আসরের শুরুতে ইনজুরির কারণে খেলতে না পারলেও দলে ফিট হয়ে খেলেছেন প্রত্যেক ম্যাচেই। ব্যাট হাতে হতাশ করলেই বল হাতে উজ্জ্বল ছিলেন তিনি। ৯ ম্যাচ খেলে ২২.৪৬ ইকোনমিতে মোট ১৩ উইকেট শিকার করেছেন জোফরা।

সুনিল নারাইন (কলকাতা নাইট রাইডার্স): প্রথমে একজন পরিপক্ব স্পিনার হলেও দুই বছর ধরে কলকাতার হয়ে ওপেন করছেন নারাইন। বোলার নারাইনকে একজন স্লগার হিসেবে ব্যবহার করে থাকে নাইট রাইডার্সরা। এখন পর্যন্ত আসরের সব ম্যাচই খেলেছেন। ১৪ ম্যাচে ২ ফিফটি সহ করেছেন ৩২৭ রান। ব্যাট হাতে রান করার পাশাপাশি বল হাতেও দারুণ উজ্জ্বল তিনি। ১৪ ম্যাচে ৬.৫১ ইকোনমিতে নিয়েছেন মোট ১৬ উইকেট।

আন্দ্রে রাসেল (কলকাতা নাইট রাইডার্স): ক্যারিবিয়ান এই অলরাউন্ডারকে নিষেধাজ্ঞার কারণে এর আগের মৌসুমে পায়নি কলকাতা। কিন্তু তারপরও তাকে ধরে রেখেছিল দুই বারের চ্যাম্পিয়নরা। প্রত্যেক ম্যাচেই ছিলেন একাদশে। ১৪ ম্যাচে মোট উইকেট নিয়েছেন ১৩টি আর ব্যাট হাতে রান করেছেন মোট ২৮৪।

ডোয়াইন ব্রাভো (চেন্নাই সুপার কিংস): চেন্নাই সুপার কিংসের নিয়মিত ক্রিকেটার ব্রাভো। ক্যারিবিয়ান এই অলরাউন্ডার চেন্নাইয়ের হয়ে এবার সবচেয়ে বাজে মৌসুম কাটিয়েছেন। ১৪ ম্যাচের মধ্যে মাত্র ১টিতে ফিফটি হাঁকাতে সক্ষম হন তিনি। সবকটি ম্যাচ খেলে এবারের আসরে মাত্র ১৩৪ রান করতে সক্ষম হয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। বল হাতেও আগের মৌসুমগুলোর তুলনায় উইকেট বেশি পাননি। ৮.৩৯ ইকোনমি রেটে তার শিকার মোট ১১ উইকেট।

হার্দিক পান্ডিয়া (মুম্বাই ইন্ডিয়ান্স): মুম্বাই ইন্ডিয়ান্সের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার যদি কাউকে বলা হয় সে হার্দিক পান্ডেয়া। চার আসর ধরে মুম্বাইয়ের হয়ে খেলা এই অলরাউন্ডার এবারের আসরে নিয়েছেন ১৮টি উইকেট। আর ব্যাট হাতে ১টি ফিফটি সহ তার মোট রান ২৬০।

ক্রুনাল পান্ডিয়া (মুম্বাই ইন্ডিয়ান্স): হার্দিক পান্ডেয়ার বড় ভাই ক্রুনাল। বড় ভাই হলেও পারফর্মেন্স দিয়ে ছোট ভাইকে প্রত্যেক ম্যাচেই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি। মুম্বাই একাদশের নিয়মিত এই বাঁহাতি অলরাউন্ডার চলতি আসরে ১৪ ম্যাচে নিয়েছেন মোট ১২ উইকেট। উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে দলের জয়ে ভুমিকাও রেখেছেন এই অলরাউন্ডার। ২২.৮০ গড়ে তার ব্যাট থেকে মোট রান এসেছে ২২৮।

মইন আলী (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু): এবারই প্রথম আইপিএল খেলছেন ইংলিশ এই অলরাউন্ডার। আসরের শুরুর দিকে সাইড বেঞ্চে বসে থাকলেও শেষ দিকে এসে কোহলির দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছিলেন তিনি। দলের হয়ে খেলেছেন পাঁচ ম্যাচ যেখানে রয়েছে একটি ম্যাচ উইনিং ইনিংস। বল হাতেও ছিলেন ইকোনমিক ৭.৩৬ রেটে নিয়েছেন ৩ উইকেট। ১ ফিফটি সহ মোট রান করেছেন ৭৭।  
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে